রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন
শামীম পারভেজ, নাটোরঃ নাটোরে নলডাঙ্গায় ইটবাহি ট্রলি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বাঁশিদেপপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে দুইজন আহত হন। আহতদের চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে নিলে অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় রেফার করে। সেখানে দুপুরে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তি ট্রলি চালক রাজিব হোসেন (৩৫) উপজেলার বৈদ্য বেলঘরিয়ার তেল কপি গ্রামের আঃ রাজ্জাকের ছেলে ও ওপর আহত ট্রলির হেল্পার একই গ্রামের আশরাফ হোসেনের ছেলে রঞ্জু।
এ ঘটনায় নলডাঙ্গা থানাপুলিশ ঘাতক বাসটিকে থানা হেফাজতে নিয়েছে। নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনোয়ার জাহান গণমাধ্যমকে জানান এ ঘটনায় এখন অব্দি কেউ মামলা করে নাই মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।