রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন

রাত গভীরে বন ধ্বংসের রাস লীলা

মোঃ বিপ্লব হোসেন ফারুকঃ গাজীপুর চন্দ্রা রেঞ্জের আওতায় বোয়ালী বিটে চলছে বনদস্যুদের নিয়ে বন ধ্বংসের রাস নীলার মতো মহোৎসবে বৃক্ষ নিধন যজ্ঞ , এর নৈপত্তে কারিগর বিট কর্মকর্তা আবু ইউনুস নিজেই, যাহা বিভিন্ন সূত্রে দৃশ্যমান প্রমাণ সহ প্রকাশ পাচ্ছে । এরই মাঝে অধীনস্থ নলুয়া সাব বিটে গজারি ও আকাশমনি গাছ কর্তন কালে মলিন নামে এক বন দস্যুকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে হাতেনাতে ধৃত করে করাত, কোরাল, গাছসহ জব্দ করে বিট অফিসে নিয়ে আসার পর কোন প্রকার আইনি পদক্ষেপ না নিয়ে তাহা গোপন সমঝোতায় ছেড়ে দেওয়া হয়। এমন ঘটনা শুধু যে একদিনের তা নয় যা প্রতিনিয়তই ঘটছে। তিনি যেন বন ভূমি ধ্বংসের জন্য সর্বদায় বনদস্যুদের অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন। ইতিপূর্বে তাহার এহেন কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে সাবেক ডি এফ ও সাজ্জাদ হোসেন বিভাগীয় শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করিয়াছিলেন যাহা এখনো তদন্তাধীন রয়েছে , বিগত দিনে ঢাকা ডিভিশনের বাহিরে বদলি হলেও এখনো তিনি উল্লেখিত বিটে দায়িত্বে থেকে বন ধ্বংসের নানান অনৈতিক অপকর্মে লিপ্ত রহিয়াছেন। তার অনৈতিক কর্মকাণ্ডের আয়ের উৎস থেকে বাখরদানা ছিটিয়ে স্থানীয় প্রভাবশালীদের কব্জায় রেখে এবং সংশ্লিষ্ট কিছু অসাধু ব্যক্তির আহার জুগিয়ে ভরপুর সন্তুষ্টিতে সহযোগিতায় আশীর্বাদপুষ্ট হয়ে এই মানুষটি লক্ষ্মীনারায়ণের অলৌকিক ক্ষমতা বলে এখনো বহাল তবিয়তে আছেন। এমন ধ্বংস যজ্ঞ বন্ধে পরিবেশবাদী গন সংশ্লিষ্ট মহলের সদয় দৃষ্টি আকর্ষণ করছেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com