সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন

উলিপুরে আওয়ামীলীগ নেতা রেজাউল করিম গ্রেপ্তার

শাহজাহান আলী, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ জানুয়ারি) গ্রেপ্তারকৃত রেজাউল করিম(৩৬) কে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

থানা পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের সামনে ও মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা, ছোড়া ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করেন। এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১৮০জনের বিরুদ্ধে উলিপুর থানায় মামলা করেন। ওই মামলায় শনিবার(১১ জানুয়ারি) রাতে বুড়াবুড়ি ইউনিয়নের বাজার থেকে রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ নেতা রেজাউল বুড়াবুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ এলাকার আব্দুর রউফের ছেলে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com