শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন
শেখ নিয়াজ মোহাম্মদ, বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় দিকে উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।এই অভিযানে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি , মেহেদী হাসান (৩৫) সিদ্দিরগঞ্জের মিজমিজি মধ্যপাড়া (পাগলা বাড়ী) এলাকার আঃ হাইয়ের ছেলে, ও একই থানার মিজমিজি (রহমত নগর) এলাকার মোঃ সালাউদ্দিন (৩৩) মৃত আঃ কাদেরের ছেলে।
এই বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আব্দুল বারী জানায়, মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে পুলিশ চেকপোষ্টের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় মোটরসাইকেল যোগে আসামীরা ঘটনাস্থলে আসলে পুলিশ সিগন্যাল দিয়ে থামায়।
এসময় তারা মোটরসাইকেল থেকে নেমে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। দেহ তল্লাশীতে সর্বমোট এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আসাশীদের একটি রেজিষ্ট্রেশন বিহীন Apace RTR 160cc মোটর সাইকেল জব্দ করা হয়।