বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন
অগ্নিশিখা প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকা ও বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধ কার্যক্রমে জড়িত পুলিশসহ সরকারি কর্মকর্তাদের ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, মতিউর, ছাগল মতিউরকে কিন্তু আজকে ধরা হয়েছে। আস্তে আস্তে বের করে সবাইকে ধরা হবে।
বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
বিতর্কিত ভূমিকার পরও অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, বরং বদলি পদোন্নতি পদায়ন করা হয়েছে। অথচ যারা ট্রেনিং শেষ করেছেন তাদের অনেককে নিয়োগ দেওয়া হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব পুলিশ কর্মকর্তার ভূমিকা ছিল, ফুটেজ আছে তাদেরকে কিন্তু ধরা হচ্ছে। চেষ্টা চলছে। প্রতিদিন ২/১ জন করে ধরা পড়ছেন। যেমন আজকে মতিউর, ছাগল মতিউরকে ধরা হয়েছে। তাকেও এতোদিন ধরা যায়নি। অন্যদেরও ধরা হবে, আইনের আওতায় আনা হবে। সব তো একদিনে ধরা যায় না, অনেকে তো লুকিয়ে আছে, তাদের খুঁজে খুঁজে একে একে সবাইকে ধরা হবে।
অনেকেই আছেন কনস্টেবল থেকে শুরু করে ডিসি পর্যন্ত যারা সরাসরি গুলি করেছেন। অভিযোগ আছে তাদের পদায়ন বদলি পদোন্নতি দিয়েছেন। এসম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইনকোয়ারির পর যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। ধরা তো হচ্ছে। দেখেন ধরা হয়েছে, ধরার পর আবার এক ওসি পালিয়েও গেছে।
এরকম বিতর্কিত পুলিশ কর্মকর্তা-সদস্যদের তালিকা গণমাধ্যমে আছে। এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তালিকাটি পুলিশ সদর দপ্তরে জমা দেওয়ার অনুরোধ জানান তিনি।
পাশাপাশি সাংবাদিকদের ধন্যবাদ দিয়ে তিনি বলেন, পাশের দেশের অপপ্রচারের বিরুদ্ধে আপনারা সঠিক স্বচ্ছ সাংবাদিকতা করেছেন। তবে অনুসন্ধানি সাংবাদিকতা আরও বাড়ানোর অনুরোধ জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আনসার ও ভিডিপি সদস্যদের ছুটি বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবি বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তরুণদের কর্মসংস্থানের জন্য আনসার বাহিনীতে জনবল বাড়ানো হচ্ছে। ৬০ লাখের বেশি আনসার সদস্য। তাদের কীভাবে উন্নতি, প্রশিক্ষণ দিয়ে আরও কীভাবে জনগণের সেবায় কাজে লাগানো যায় সে ব্যাপারে আলোচনা চলছে।
নানা সুযোগ সুবিধার অভাব আছে, সেগুলো আমরা দেখছি। তরুণদের মধ্যে কর্মসংস্থান বৃদ্ধিতে ভালো ভূমিকা পালন করতে পারে আনসার। আনসার বাহিনীকে এক লাখ জনবলে উত্তীর্ণ করা গেলে কর্মসংস্থান ব্যবস্থা সম্ভব। অদূর ভবিষ্যতে হয়তো এটা করা সম্ভব হবে।
আনসারদের নানা অভিযোগ, দাবি নিয়ে আন্দোলন হয়েছে। সচিবালয় ঘেরাও করা হয়েছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের চাকরিতে যে বিরতি সেটা আর থাকছে না, তারা নিয়মিত কাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ অন্যান্যরা।