বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন
কোহিনূর আক্তার, কক্সবাজারঃ মহেশখালীর ছোট মহেশখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নুরুন্নবী (২২) নামে এক যুবক খুন হয়েছেন। নিহত নুরুন্নবী দক্ষিণ মাইজপাড়া গ্রামের ফরিদের পুত্র। এ ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ঘটনার বিবরণে জানা যায়, একই ইউনিয়নের সিপাহির পাড়া এলাকার এক তরুণের সঙ্গে নুরুন্নবীর চাচাতো বোনের প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার রাতে সেই তরুণ দেখা করতে এলে পরিবারের সদস্যরা তাকে আটক করে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
পরবর্তীতে তরুণটি পালিয়ে গিয়ে কিছু সময়ের মধ্যে সদলবলে নুরুন্নবীর বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের হামলায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন নুরুন্নবী। এলাকাবাসী এগিয়ে এসে হামলাকারীদের প্রতিহত করলে তারা পালিয়ে যায়।
গুরুতর আহত নুরুন্নবীকে মহেশখালী উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের মতে, অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মহেশখালী থানার ওসি কাইছার হামিদ জানিয়েছেন, অপরাধীদের গ্রেফতারে পুলিশের সাড়াশি অভিযান চলছে।
পর্যবেক্ষক মহলের মতে, মহেশখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য পুলিশের আরও কঠোর অবস্থান গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় খুন, জবরদখলসহ বিভিন্ন অপরাধ থেকে দ্বীপবাসীকে সুরক্ষা দেওয়া কঠিন হয়ে পড়বে।