বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন
মোঃ কামাল পাঠান, উপজেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন দলটির ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীরা।
আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুর বারটার দিকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বেএকটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সরাইলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে জমায়ত হয়। এ সময় মিছিলে ঝাড়ু হাতে নিয়ে নবগঠিত উপজেলা বিএনপির কমিটিকে বিতর্কিত আখ্যা দেওয়া হয়। অবিলম্বে কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন,,আনিছ তপু ভুয়া ভুয়া, আনিছ তপু বাটপার বাটপার, পকেট কমিটির মানিনা মানিনা, আনিছ তপুর দুই গালে জুতা মারো তালে তালে,এরপরে বিএনপির পদবঞ্চিত সরাইলের নেতাকর্মীরা সরাইল শহীদ মিনারের সামনে বক্তব্য রাখেন।
বক্তব্যে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার মাস্টার বলেন আনিছ তপুকে সরাইল উপজেলা চত্বরে আসতে দেওয়া হবে না,ওরা সরাইল উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে বাটপারি করেছে, পকেট কমিটি এনেছে যেটা কারো কাছে গ্রহণযোগ্য নয় এই কমিটির মানি না মানি না। এই কমিটির বাতিল ঘোষণা করে নতুন করে সকল কে নিয়ে কমিটি দিতে হবে নইলে আমরা রাজ পথ ছাড়বো না। তিনি আরো বলেন আনিছ তপু ওরা আওয়ামী লীগের দালাল ছিল সরাইল সাধারণ জনগণের সাথে মামলা দিয়ে ব্যবসা-বাণিজ্য করছে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে দিচ্ছে এরপর দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন।
তাছাড়া আরো বক্তব্য দেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল কলেজের সাবেক ভিপি মো. ওসমান খান, বিএনপির সাবেক নেতা আবজাল হোসেন, সাবেক নেতা শফিকুল ইসলাম খন্দকার সেলু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জহির উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার। মোসাইদ মেম্বার, সাংবাদিক মোঃ কামাল পাঠান,জয়নাল উদ্দিন, নুরআলম, প্রমূখ।