বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্কঃ আলোড়ন সৃষ্টি করা মার্কিন আর্থিক বিনিয়োগ গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হয়ে যাচ্ছে। সংস্থাটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী নাথান অ্যান্ডারসন নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
২০১৭ সালে প্রতিষ্ঠা হয়েছিল হিন্ডেনবার্গ রিসার্চের। দীর্ঘ ৮ বছরের পথ চলার এবারে ইতি টানতে চলেছে সংস্থা। বুধবার (১৫ জানুয়ারি) এমনটাই ঘোষণা করলেন সংস্থার প্রতিষ্ঠাতা নেট অ্যান্ডারসন
এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) আবেগঘন পোস্টে অ্যান্ডারসন জানান, গত বছরের শেষ থেকেই পরিবার, বন্ধুবান্ধব ও গোটা টিমকে আমার এ সিদ্ধান্তের কথা জানিয়েছিলাম। অবশেষে হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে যে সমস্ত কাজ চলছে, তা শেষ করার পরই সংস্থা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।
গত কয়েক বছরে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগের পাহাড় এনেছে হিন্ডেনবার্গ রিসার্চ। যদিও সংস্থার ওয়েবসাইটে একটি নোটে বলা হয়েছে, কোনো নির্দিষ্ট হুমকি বা ব্যক্তিগত কোনো কারণে হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ করা হচ্ছে না। বরং অ্যান্ডারসন জানিয়েছেন, গবেষণার কাজে ব্যস্ত থাকতে গিয়ে জীবনে অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছেন তিনি। পরিবার পরিজনদের সঙ্গে সময় কাটাতে পারেননি।
অ্যান্ডারসনের মতে, হিন্ডেনবার্গই তার জীবনের সবকিছু নয়, একটা অধ্যায় মাত্র। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে বিস্ফোরক রিপোর্ট এনেছিল হিন্ডেনবার্গ। তাদের দাবি ছিল, বিদেশে বেনামি সংস্থা খুলে ভুয়া চাহিদা সৃষ্টি করে শেয়ারের দাম চড়া করে নিজেদের শেয়ার নিজেরাই কিনে নিত। যদিও সেই রিপোর্ট মিথ্যে বলে প্রথম থেকেই দাবি করে এসেছে আদানি গোষ্ঠী। শিল্পগোষ্ঠীকে কালিমালিপ্ত করতেই হিন্ডেনবার্গ ওই রিপোর্ট দেয় বলে দাবি করে আদানিরা। হিন্ডেনবার্গের ওই রিপোর্টের পর কোটি কোটি ডলার ক্ষতিরও সম্মুখীন হয় আদানি গোষ্ঠী।