শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন

জনপ্রিয়তার শীর্ষে স্বপ্নবাজ লেখিকা তুলতুল

শাহজাহান আলী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ শাম্মী তুলতুল তরুণ লেখক ও সাহিত্যিক।লেখালেখি করে আলোকিত করেছে তার নিজ ভুবন। জনপ্রিয়তার শীর্ষে তিনি এখন। তিনি একাধারে একজন লেখক. কবি. উপন্যাসিক.গল্পকার. শিশু সাহিত্যিক.নজরুল অনুরাগী.রেডিও অনুষ্ঠান পরিচালক. খবর পাঠিকা ও দাবা খেলোয়াড়।বাংলাদেশের জনপ্রিয় জাতীয় পত্রিকায় লিখছেন ছোটবেলা থেকেই । যেমন.কালের কন্ঠ. প্রথম আলো। বাংলাদেশ প্রতিদিন.ইত্তেফাক.খোলা কাগজ.প্রতিদিনের সংবাদ.এন টিভি অনলাইন. প্রতিদিনের সংবাদ.জনকণ্ঠ.ভোরের কাগজ. মানবকন্ঠ.আজাদী. পূর্বকোণ. শিশু.নবারুণ সহ অন্যান্য পত্রিকায়। তাছাড়া তিনি এপার বাংলা আর ওপার বাংলা দুই জায়গায় সমান তালে লেখনি দিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। তাকে দুই বাংলার জনপ্রিয় লেখকও বলা হয়ে থাকে। লিখছেন জার্মানি, সিংগাপুর, অস্ট্রেলিয়ার. প্যারিসের বাংলা পত্রিকাগুলোতেও।

পড়ালেখায় চরম ফাঁকিবাজ ছিলেন টিচার এলে নানা ওজুহাতে তাড়াতেন। কিন্তু অতি ভালো রেজাল্ট না করে ভালো ফলাফল করে দেশ সেরা কলেজ চট্টগ্রাম কলেজের ছাত্রী এবং বাংলাদেশের জনপ্রিয় এই সাহিত্যিক।

তার জন্ম একটি সাহিত্য.সাংস্কৃতিক রাজনৈতিক. মুক্তিযোদ্ধা ও অভিজাত পরিবারে। বাবা আলহাজ আবু মোহাম্মদ খালেদ একজন শিক্ষাববিদ ও মুক্তিযোদ্ধা এবং .বর্তমানে ব্যবসায়ী। মা কাজী রওশন আখতার একজন রাজনীতিবিদ ছিলেন। দাদা আব্দুল কুদ্দুস মাস্ট্রার ছিলেন একজন প্রধান শিক্ষক ও বৃট্রিশ বিরোধী আন্দোলনের নেতা এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্যকালের বন্ধু। লেখিকা,কবি,সাহিত্যিক,গল্পকার বহু গুনে গুনান্নিত স্বপ্নবাজ এই সাহিত্যিক সাম্মীর জন্ম চট্টগ্রাম শহরের রাউজান গ্রামে ৩০-ই মে।

খ্যাতিমান এ-ই লেখিকার বুকের ভেতর রয়েছে অফুরন্ত গল্পের বাস, সে সব গল্প বলে যেতে চান তার লেখায়। জন্ম চট্টগ্রামে হলেও গ্রাম রাউজান। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে বিখ্যাত নদী হালদা।যার স্রোতের সাথে জুড়ে আছে একেক গল্প। তার মতে এসব গ্রামীণ গল্পই আমাদের প্রাণ. চলার পথে শেখার ভিত্তি। সে তার প্রতিটি লেখনীতে সমাজ পরিবর্তনের কোন না কোন ম্যাসেজ রাখেন।লেখালেখির হাতেখড়ি ছোট থেকেই পত্রিকা দিয়ে শুরু। একটি রক্ষনশীল পরিবার থেকে উঠে এসে নিজেকে সাহিত্যিক হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন।।

খুব অল্প বয়সেই তিনি দেশ ও দেশের বাইরে তার লেখনি দিয়ে জয় করছেন অজস্র মানুষের ভালোবাসা। তার দাদাও একজন লেখক. শিক্ষক.বৃটিশ বিরোধী আন্দোলনের নেতা ছিলেন। নানীও কাজী লতিফা হক বেগম পত্রিকার সুপরিচিত লেখক ছিলেন। উল্লেখ্য যে দাদা আব্দুল কুদ্দুস মাষ্টার কবি কাজী নজরুল ইসলামের বাল্যকালের বন্ধু ছিলেন। এর উপর ভিত্তি করে তিনি লিখেছেন উপন্যাস একজন কুদ্দুস ও কবি নজরুল।

এই পর্যন্ত বইয়ের সংখ্যা ১৬ টি। ভারতে প্রকাশিয় হয়েছে ২০২২ কলকাতা বইমেলায় তার গল্পের বই “নরকে আলিঙ্গন”।বইটি পুরা ভারত জুড়ে,ফ্লিপকার্ট অনলাইনে পাওয়া যাচ্ছে। স্বরচিত ছড়া পাঠ করে প্রথম পুরস্কার অর্জন করেন শিশু বয়সেই। একে একে লিখেছেন মুক্তিযুদ্ধের উপন্যাস চোরাবালির বাসিন্দা, বাল্যবিবাহের ওপর লিখিত উপন্যাস পদ্মবু, এইডসের ওপর লিখিত প্রেমের উপন্যাস মনজুয়াড়ি এই বইগুলো যথেষ্ট পাঠকপ্রিয়তা পেয়ে বেস্ট সেলার হয়েছে । লেখালেখির জন্য পেয়েছেন অনেক জাতীয় আর আন্তর্জাতিক পুরস্কার। উল্লেখ্যযোগ্য হলো মাদার তেরেসা এওয়ার্ড / মহাত্মাগান্ধী পিস এওয়ার্ড / সাউথ এশিয়া গোল্ডেন পিস এওয়ার্ড / নজরুল অগ্নীবীনা সাহিত্য পুরস্কার / দাদা সাহেব ফালকে এওয়ার্ড ( ভারত)/সোনার বাংলা সাহিত্য সম্মাননা/ রোটারী সম্মাননা /নারী দিবসে নারী সম্মাননা সহ আরও অসংখ্য পুরস্কার।

শিশু- কিশোরদের জন্য সফল একজন গল্পকার তুলতুল। বড়দের পাশাপাশি শিশুদের জন্য লিখছেন প্রচুর।বাংলাদেশের সকল বই পাওয়া যাচ্ছে অনলাইন বইয়ের বাজার রকমারি ডট কম, প্রথম আলোর অনলাইন ওয়েবসাইট প্রথমা ডট কম, দারাজ ডট কমে। জনপ্রিয় ই বুক বইঘরে তার বই যেখোনো প্রান্ত থেকে তার পাঠক রা পড়তে পারবেন। তিনি চট্টগ্রাম টেকিভিশনে নিয়মিত আবৃত্তিও করে থাকেন।
তার লিখিত গল্প পিঁপড়ে ও হাতির যুদ্ধ জনপ্রিয় টিভি চ্যানেল দিপ্ত টিভিতে নাটক হিসেবে প্রকাশিত হয়।

তিনি কিছুদিন আগে বেগম রোকেয়া চরিত্রে একটি ম্যাগাজিনের কাভার মডেল হন। তিনি বলেন, বেগম রোকেয়া আমাদের আইডল। তাঁর চরিত্রে মডেল হতে পেরে একজন লেখক হিসেবে আমি গর্বিত। সব চেয়ে বড় কথা তিনিও লেখক ছিলেন। তিনি বলেন,লেখনি দিয়ে বিশ্বে নিজেকে তুলে ধরতে চান । কেমন বাংলাদেশ চান জিজ্ঞেদ করা হলে বলেন. একটি সুন্দর বাংলাদেশ চাই।কোটা আন্দোল ঘিরে কোটা বিরোধী আমি অনেক লেখালেখি করেছি। প্রতিবাদী কবিতাও লিখেছি।একটি দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ এর আশা করি আমি।

চট্টগ্রামের মেয়ে হয়ে পুরো বাংলাদেশ ভারত এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজ লেখা দিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। লেখালেখিকে আপন ঠিকানা করে আরও সামনে এগিয়ে যেতে চান তুলতুল।

 

 

 

 

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com