শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী এনডিসি রংপুরের পীরগঞ্জ উপজেলার আইটি ট্রেনিং এন্ড কিউবেশন সেন্টার পরিদর্শন করেছেন ।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় তিনি উক্ত সেন্টার পরিদর্শন করেন । এ সময় বাংলাদেশ হাইটেক পার্ক এর ব্যবস্থাপনা পরিচালক একে এম আমিরুল ইসলাম, আইটি ট্রেনিং এন্ড কিউবেশন সেন্টারের প্রকল্প পরিচালক হুমায়ুন কবির, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( আইসিটি ও শিক্ষা) ময়নুল ইসলাম, বেগম রোকেয়া বিশ^ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম ও পীরগঞ্জস্থ আইটি ট্রেনিং এন্ড কিউবেশন সেন্টারের সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
সেন্টারটি পরিদর্শন কালে সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, এই আইটি সেন্টারের কিছু কাজ এখনও অবশিষ্ট রয়েছে । তার পরেও এটি উদ্ভোধন করা হয়েছিল । আমরা আশা করছি আগামী ২ মাসের মধ্যে আইটি ট্রেনিং সেন্টারটির কাজ সমাপ্ত হবে এবং আমরা আনুষ্ঠানিক ভাবে এর কার্যক্রম শুরু করতে পারব । এর পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।