বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন

সর্বশেষ :
সংখ্যালঘু শিক্ষার্থীদের ওপর হামলায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিন্দা ওসমানীনগরে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারি ! জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়া হবে-শফিকুর রহমান বিরতির পর ফের শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব পীরগঞ্জে আইটি ট্রেনিং সেন্টার পরিদর্শন করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব জনপ্রিয়তার শীর্ষে স্বপ্নবাজ লেখিকা তুলতুল শ্রীপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন সর্বদলীয় বৈঠকে বিএনপি অংশ নেবে না এমন কথা আমি বলিনি : টুকু গ্রাম বাংলার ঐতিহ্যের হারিকেন এখন বিলুপ্তির পথে লুৎফুজ্জামান বাবরসহ মুক্তি পাচ্ছেন যে ৬ জন

মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান

শেখ নিয়াজ মোহাম্মদ, বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাঁদাবাজি বন্ধে ও শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে ও অবৈধ যানবাহন আটক ও উচ্ছেদ অভিযান পরিচালনা করে হাইওয়ে পুলিশ।

গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে সাইনবোর্ড পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে হাইওয়ে পুলিশ।

এ সময় মহাসড়কের পাশে থাকা অবৈধ ভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করা হয়। এছাড়াও ২৫টি বিভিন্ন যানবাহন আটক করে মামলা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশ গাজীপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)। এ সময় উপস্থিত ছিলেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি ওয়াহিদ মোরশেদ ও শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম।

অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) বলেন, মহাসড়কের সুশৃংখলাতা ফিরিয়ে আনতে অযান্ত্রিক যান ও অবৈধ যানবাহন এবং ফুটপাট দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। আমাদের এই অভিযান ১৫ দিন চলমান থাকবে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com