বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:১১ অপরাহ্ন
ওমর, বিভাগীয় ব্যূরো চীফ সিলেটঃ জেলা ব্রাহ্মণবাড়িয়া সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্প কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় উন্নতমানের বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল আটক করে ।
১৬ই জানুয়ারি ২০২৫ইং তারিখে ৪:৩০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল কর্তৃক তথ্য উপাত্তের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি হইতে আনুমানিক ৬ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার ফুলতলী নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ী-১২৩ পিস, মোবাইল ফোনের গ্লাস-১,৬৩৫ পিস, মোবাইল ফোনের কভার- ৩৬৭ পিস, বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী-২৯৪ পিস, বিভিন্ন প্রকার ইউনানী ঔষধ- ৯৬০ বোতল এবং 3D Ball Candy- ৬,৭২০ পিস আটক করে। আটককৃত অবৈধ চোরাচালানী মালামালের সিজার মূল্য প্রায় ৪০,৮৫,১০০ (চল্লিশ লক্ষ পঁচাশি হাজার একশত) টাকা। আটককৃত চোরাচালানী মালামাল সমূহ আখাউড়া কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
লে কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিজিওএম পিএসসি সিগন্যালস ২৫ বিজিবি মিডিয়া প্রতিনিধি কে বলেন, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।