রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন

ছাত্রদল নেতা পাভেল হত্যার বিচার দাবী বিক্ষোভ

বিশেষ প্রতিনিধিঃ রূপগঞ্জের কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক পাভেল হত্যাকান্ডের ঘটনায় জড়িত প্রধান আসামি বায়েজিদসহ তার সকল সহযোগীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে জানিয়েছেন এলাকাবাসী ও পরিবার।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে কাঞ্চন মায়ারবাড়ী স্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

এ সময় বিক্ষোভকারীরা বলেন, ২৪ ডিসেম্বর কাঞ্চন পৌর বিএনপি ছয় নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বায়েজিদ, জাহাঙ্গীরসহ ২০/২৫ দেশীয় অস্ত্র নিয়ে পাভেল মিয়াকে হত্যা করে। পাভেল হত্যার ২৫ দিন পার হলেও পুলিশ এখনেও মামলার প্রধান আসামিসহ কাউকে গ্রেপ্তার করতে পারে নাই, যা রহস্যজনক বরেও ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীরা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও শাস্তির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন নইলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ঘোষণা দেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com