বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:০০ অপরাহ্ন
বিনোদন ডেস্কঃ সাইফ আলি খানের বাড়িতে হামলার ঘটনায় চমকে গেছে পুরো ভারতবাসী। এত কড়া নিরাপত্তার মধ্যেই নবাব বাড়িতে ঘটেছে ভয়াবহ কাণ্ড। যেখানে বিপন্ন হতে চলেছিল কারিনা-সাইফপুত্রের জীবন। গত বুধবার মধ্যরাতে নিজ বাড়িতে ছুরিকাঘাতের শিকার বলিউড অভিনেতা সাইফ আলি খান। এ মুহূর্তে রয়েছেন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে।
সাইফের বাসায় এই ঘটনার পর বাবাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন নায়কের ছেলে ইব্রাহিম আলি খান। তড়িঘড়ি করে সাইফকে হাসপাতালে নেওয়া থেকে শুরু করে সঙ্গেই ছিলেন তিনি। এখন সাইফের শরীরও আগের চেয়ে ভালো। তাই তো বাবার সুস্থতা দেখে নিজের কাজে ফিরলেন ইব্রাহিম।
কুণাল দেশমুখের পরিচালনায় ‘দিলার’নামে একটি ছবিতে প্রধান চরিত্রে কাজ করবেন ইব্রাহিম। ছবিটি ক্রীড়া ঘরানার। বলে রাখা ভালো, এই সিনেমার হাত ধরেই তিনি বলিউডে প্রবেশ করছেন ইব্রাহিম।
সিনেমার শ্যুটিং শুরু হয়েছিল কিছুদিন আগেই। কিন্তু সাইফের বাড়িতে এমন ঘটনা ঘটে যাওয়ায় সমস্ত শ্যুটিং বন্ধ করে দেন ইব্রাহিম। দিন রাত বাবার পাশে ছিলেন তিনি, ছোট ভাই জেহকে নিয়ে কঠিন পরিস্থিতিতে সামলেছেন তারা।
তবে এখন আর দুশ্চিন্তা নেই তাদের। চিকিৎসকরা জানিয়েছেন সাইফ এখন অনেকটা সুস্থ। আর কিছুদিনের মধ্যেই বাড়ি ফিরে যাবেন তিনি। বাবার সুস্থতার খবর পেয়েই কাজে ফিরে গেলেন ইব্রাহিম।
ইব্রাহিমের প্রথম সিনেমায় তার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দক্ষিণ ভারতীয় তারকা শ্রীলীলা। তবে পরিবারের এই কঠিন সময়ে পাশে থেকে ইব্রাহিম প্রমাণ করে দিলেন তিনি কাজ এবং পরিবার দুটোই সমান তালে সামলাতে জানেন।