বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের শ্রীপুরে একটি বহুতল ভবনের তৃতীয় তলা থেকে ৮৭ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার ( ১৮ জানুয়ারি) রাত ৯ টার দিকে শ্রীপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মাওনার চৌরাস্তা নবী হোসেনের একটি ভবনের তৃতীয় তলা থেকে এই বিপুল বিদেশি মদ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নবী হোসেন ওই এলাকায় মদের ব্যবসা করে আসছিলেন। ওই ভবনে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ রেখে উপজেলার বিভিন্ন জায়গায় বিক্রি করতেন।স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাতে পুলিশের একটি দল নবী হোসেনের তৃতীয় তলা ভবনে অভিযান চালিয়ে বিদেশি মদ উদ্ধার করে। তবে অভিযানকালে নবী হোসেন বা অন্য কাউকে পাওয়া যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, ‘মাওনা চৌরাস্তার একটি বহুতল ভবন তৃতীয় তলা থেকে ৮৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।