বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
মোঃ কামাল পাঠান,উপজেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে অনুমোদনহীন ইট ভাটা স্থাপন ইট প্রস্তুত ও পরিবেশের আইন লঙ্ঘন করায় ভি,আই,বি, নামক ইটভাটাকে মোবাইল কোর্ট পরিচালনা করে নগদ ১ লাখ টাকা জরিমানা করে সরাইল উপজেলা প্রশাসন।
আজ দুপুরে যৌথ অভিযান পরিচালনা করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোশারফ হোসেন, সরাইল থানা অফিসার ইনচার্জ রফিকুল হাসান, বন ও পরিবেশ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিদর্শক রাকিবুল হাসান এবং ফায়ার সার্ভিস কর্মকর্তা রিয়াজ মাহমুদ।
.
জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী পরিবেশের আইন অমান্য এবং বৈধ কোন কাগজপত্র না থাকাই ভি,আই,বি ইটভাটার মালিক আব্দুল হালিম (৫২) কে নগদ এক লক্ষ টাকা জরিমান সহ ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি ছিটিয়ে ইট পোড়ানো কাজ বন্ধ করা হয়।
ভ্রাম্যমাণ অভিযান চলাকালে অভিযুক্ত ভি,আই,বি, ইট ভাটার মালিক আব্দুল হালিমকে সতর্ক করে কাগজপত্র বৈধ করার জন্য ১৫ দিনের সময় সীমা বেঁধে দেওয়া হয়। ব্যর্থ হলে পরবর্তী অভিযানে ইট ভাটা গুড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন।