বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক: আলোচিত-সমালোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘৩০০ সেকেন্ড’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে রয়েছেন। এ অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রশ্নে করার জন্য হরহামেশাই সংবাদের শিরোনাম হয়ে থাকেন। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। সম্প্রতি জয় তার বাবাকে নেয় এক আবেগঘন পোস্ট দিয়েছেন।
পোস্টে জয় লিখেছেন, বাবা হারানোর চার বছর। বাবার মত ছায়া কেউ দেয় না। যেমন মায়ের মতো মায়া অন্য কেউ দিতে পারে না। আমার ছায়া নেই কিন্তু এখনো মায়া আছে। যাদের মায়া এবং ছায়া দুটোই নেই তারা বাঁচে কীভাবে?
জয়ের সেই পোস্টে কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, আল্লাহ এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া সকল মা বাবাকে তুমি জান্নাত নসিব করিও আমীন।
সম্প্রতি মুক্তি পেয়েছে নির্মাতা ও উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ‘৮৪০’। সেখানে একটি চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়।