বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:০২ অপরাহ্ন
কোহিনুর আক্তার, কক্সবাজারঃ কক্সবাজারের টেকনাফের নাফ নদীর সীমান্ত লেদা এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৪ লাখ ইয়াবা জব্দ করেছে বিজিবি।
বুধবার (২২ জানুয়ারি) ইয়াবার এ চালান উদ্ধার করা।
টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান,, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মায়ানমারের একদল পাচারকারী লেদা বিওপির আওতাভুক্ত বিআরএম-১১ হতে ১ কিলোমিটার দক্ষিণ দিকে মেম্বার পোস্ট নামক এলাকা দিয়ে ইয়াবার বড় একটা চালান বাংলাদেশের অভ্যন্তরে পাচারের চেষ্টা কালে ব্যাটালিয়ন সদর এবং লেদা বিওপি মেম্বার ঘাট এলাকায় অভিযান চালায়। এতে মাদক পাচারকারী চক্রের কয়েকজন সদস্য বস্তা ফেলে রেখে সাতরিয়ে মায়ানমার উপকূলে চলে যায়।পরবর্তী সময়ে বিভিন্ন বস্তুা থেকে ৪ লাখ ৫০০০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান বাড়ানো হয়েছে। সীমান্তে যে কোন মাদক পাচারকারী কে শক্ত হাতে দমন করার কথা জানান বিজিবি অধিনায়ক।