বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন

বিদায় নিলেন বাইডেন, স্ত্রীসহ হেলিকপ্টারে গন্তব্য ক্যালিফোর্নিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে জো বাইডেনের শাসনামল। ২০১৯ সালের নির্বাচনে জয় পেয়ে দীর্ঘ চার বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি। গত সোমবার ক্যাপিটলে শপথ গ্রহণের পর বাইডেনকে বিদায় জানান ট্রাম্প। সেখান থেকেই একটি নাইটকহক হেলিকপ্টারে করে উড়াল দেন তিনি।

সংবাদমাধ্যম এনবিসি নিউইয়র্ক-এর প্রতিবেদন অনুযায়ী, বাইডেন হেলিকপ্টারে চড়ে প্রথমে ম্যারিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুস সামরিক ঘাঁটিতে যান। সেখান থেকে বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে ক্যালিফোর্নিয়ার বারবারা কাউন্টির সান্তা ওয়াইনেজে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। সেখানে তিনি স্ত্রীর সঙ্গে কয়েকদিন ব্যক্তিগত সময় কাটাবেন বলে জানা গেছে।

হোয়াইট হাউজের প্রতিবেদক কেলি ও ড্যানিয়েল জানিয়েছেন, বাইডেন দম্পতি সান্তা ওয়াইনেজের একটি ব্যক্তিগত বাড়িতে অবস্থান করবেন। যদিও প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, তাদের পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে।

তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এখনো স্পষ্ট নয়। তবে ডেলাওয়ারের রেহোবেথ সৈকত বা উইমিংটনের নিজস্ব বাড়িতে ফেরার সম্ভাবনা রয়েছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শেষে সেখানে তারা প্রায়ই সময় কাটিয়েছেন।

যুক্তরাষ্ট্রে বিদায়ী প্রেসিডেন্টদের হেলিকপ্টারে বিদায় জানানোর রীতি শুরু হয় ১৯৭৭ সালে, গেরাল্ড ফোর্ডের শাসনামলের সময়। এর আগে প্রেসিডেন্টরা ট্রেনে করে ওয়াশিংটন ডিসি ত্যাগ করতেন। বাইডেনও সেই ঐতিহ্যের অংশ হিসেবে হেলিকপ্টারে করে রাজধানী ত্যাগ করেন।

বাইডেনের চার বছরের শাসনামল শেষ হলেও তার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে জনমনে কৌতূহল রয়েছে। প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, আপাতত তিনি কিছুদিন স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত সময় কাটাবেন। এর পরের সিদ্ধান্ত কী, তা সময়ই বলে দেবে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com