বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:০২ অপরাহ্ন
অমলেন্দু সরকার, জেলা প্রতিনিধি মাগুরাঃ মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ হলরুলে মঙ্গলবার (২১ জানুয়ারী) দুপুরে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে উদ্যোক্তাদের উদ্ধুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ও ভাতার চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রাখী ব্যানার্জীর সভাপতিত্বে উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা বিএম টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ বিশ্বাস,উপজেলা আইটি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক হুমায়ুন বিশ্বাস, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ ।
অনুষ্ঠানে উপজেলা জাতীয় মহিলা সংস্থার বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও তিন’শত পঞ্চাশ জন প্রশিক্ষাণার্থী উপস্থিত ছিলেন। জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত এ প্রশিক্ষণে ৫ টি ট্রেডে উপজেলার তিন’শত পঞ্চাশ জন নারী যথাক্রমে ৪০ দিন ও ৮০ দিন প্রশিক্ষণ গ্রহণ করেন।
চেক বিতরণী অনুষ্ঠানে বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই কর্মাস ট্রেডের ৫০ জন প্রশিক্ষনার্থীদের একাউন্ট পে চেক প্রদান ও দশজন সফল উদ্যোক্তাদের ক্রেস্ট প্রদান করা হয়।