সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৮:১১ অপরাহ্ন

সর্বশেষ :
ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে, আশা টবি ক্যাডম্যানের প্রথম সবুজ ডিজিটাল ডেটা সেন্টার নির্মাণে এডিবি’র সঙ্গে সমঝোতা স্মারক সই ১০ বিষয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন চরমোনাই পীরের সঙ্গে বৈঠকে বসেছেন মির্জা ফখরুল আজ মুক্তি পাচ্ছে জয়া আহসানের ‘বাগান বিলাস’ কুমিল্লায় একদিনে একাধিক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ পীরগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপণ সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ লক্ষীপুর বিওপির টহল দল কর্তৃক ২ জন আসামী সহ ভারতীয় গাঁজা আটক উলিপুরে অনুসন্ধান বন্ধ না করলে মামলা : ইউপি সদস্য কর্তৃক সাংবাদিককে হুমকি তাসকিনের রেকর্ড, আবারো রাজশাহীর কাছে রংপুরের হার

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার-১০

জামালউদ্দিন, কুমিল্লাঃ কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি বিপুল পরিমাণ অস্ত্রসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর ২৩ বীর কুমিল্লা সদর ক্যাম্পের পক্ষ থেকে রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়। অভিযানে ২টি নাইন এম এম পিস্তল, ২টি রিভলবার, ২টি রাশিয়ান পিস্তল, ৬ রাউন্ড বুলেট, ৫ ফুট দীর্ঘ একটি রাম দা, একটি বিদেশি তলোয়ার, একটি দেশি রাম দা, একটি চাকু এবং ৯ রাউন্ড শর্ট গানের বুলেট উদ্ধার করা হয় বলে বলে জানিয়েছে সেনাবাহিনী।

অভিযানে গ্রেপ্তারকৃতরা হচ্ছে- নগরীর ঝাউতলা এলাকার মোঃ নাইমুল ইসলাম নাঈম (৩৬), কালিয়াজুড়ি এলাকার আবির হামিদ মাহি (২১), ছোটরা ইদগা এলাকার সাজিদুল ইসলাম (২১), ছোটরা এলাকার সাব্বির হোসেন (২১), মোহাম্মদ আলী (২৪), ঝাউতলার জাবেদুর রহমান (২৯), ধর্মসাগর এলাকার অভিজিৎ রায় সরকার (৩০), বুড়িচং উপজেলার সাদকপুর এলাকার আবুল খায়ের (৩৯), কালিয়াজুড়ি এলাকার রাকিব (২১) এবং নগরীর ধর্মসাগর পাড় এলাকার বাসিন্দা ইসমাইল হোসেনের পুত্র অপু (৪২)।

গ্রেপ্তারকৃতদেরকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের দুপুরে থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com