রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন

জাগ্রত নারী উন্নয়ন সংস্থা সিলেটে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ

সেলিম খান,সিলেটঃ শনিবার ২৫ জানুয়ারী জাগ্রত নারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান রোটারিয়ান শাহিন শাহ আলম চৌধুরীর পক্ষ থেকে এবং সংস্থার ফাউন্ডার উপদেষ্টা আলহাজ সমুজ আলী সাহেবের সম্মানে জাগ্রত নারী উন্নয়ন সংস্থা সিলেট জেলা, দক্ষিণ সুরমা উপজেলার ৫ নং সিলাম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়। সংস্থার সিলেট জেলা সহ সভাপতি মিলি বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফাহিমা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও সংস্থার উপদেষ্টা জনাব আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফিরোজ আলী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব লাল মিয়া ও বিশিষ্ট সমাজ সেবক জনাব মোসাদ্দেক হোসেন।জনাব আবু সুফিয়ান নাইম।

এছাড়াও উপস্থিত ছিলেন জালালাবাদ প্রেসক্লাবের সভাপতি জনাব শিহাব আহমদ,
উপস্থিত ছিলেন জালালাবাদ প্রেসক্লাবের সহ-সভাপতি ও জাগ্রত নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা জনাব রোটারিয়ান ফখরুল ইসলাম শান্ত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান সমন্বয়ক ও দৈনিক অগ্নিশিখা পত্রিকার সিলেট ব্যুরো প্রধান জনাব রোকনে আলম চৌধূরী, জাগ্রত নারী উন্নয়ন সংস্থা সিলেট বিভাগীয় সমন্বয়ক ও দৈনিক অগ্নিশিখার মহানগর প্রতিনিধি সেলিম খান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব ইরফান আলী চুনু, দক্ষিন সুরমা উপজেলা সাধারণ সম্পাদক জনাব সুজন আহমদ। সংস্থার সিলেট জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক ফাহিমা বেগম এবং স্থানীয় নেতৃবৃন্দ।

সংস্থার প্রতিষ্ঠাতা রোটারিয়ান ফখরুল ইসলাম শান্ত বলেন, জাগ্রত নারী উন্নয়ন সংস্থার সদস্যদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন। কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা চান। প্রধান অতিথি তার বক্তব্যে জাগ্রত নারী উন্নয়ন সংস্থার সদস্যদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ গড়ে তুলে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারলেই হবে প্রকৃত মান উন্নয়ন। এ ব্যাপারে তিনি প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরিকল্পনাসমূহ বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
আলোচনা শেষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ।

 

 

 

 

 

 

 

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com