সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের জেলা প্রশাসক(ডিসি) জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এর ফেসবুক এবং মোবাইল একাউন্ট হ্যাক ও ক্লোন হয়েছে।গতকাল শনিবার (২৪ জানুয়ারী) দুপুরে এ ঘটনা ঘটে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক(ডিসি) কার্যালয়ে দায়িত্বরত জেলা নাজির মোহাম্মদ কামরূল ইসলাম।
এবিষয়ে নারায়ণগঞ্জের সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, কর্মব্যস্তার মাঝে হঠাৎ দেখতে পাই আমার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট(আইডি) এবং মোবাইল একাউন্ট হ্যাক ও ক্লোন হয়েছে।সাথে সাথে এ ব্যাপারে সকলকে অবহিতকরনের উদ্দ্যোগ গ্রহন করি।সকলকে এ বিষয়ে সজাগ দৃষ্টি সহ শতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। যদি আমার ফেসবুক একাউন্ট মোবাইল একাউন্ট কোন প্রকার অপ্রীতিকর ঘটনা, বা টাকা পয়সার আমার পরিচয় দিয়ে চাওয়া হয় তাহলে না সেবিষয়ে শতর্ক থেকে লেনদেন না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থ গ্রহনসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।