সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

সর্বশেষ :
ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে, আশা টবি ক্যাডম্যানের প্রথম সবুজ ডিজিটাল ডেটা সেন্টার নির্মাণে এডিবি’র সঙ্গে সমঝোতা স্মারক সই ১০ বিষয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন চরমোনাই পীরের সঙ্গে বৈঠকে বসেছেন মির্জা ফখরুল আজ মুক্তি পাচ্ছে জয়া আহসানের ‘বাগান বিলাস’ কুমিল্লায় একদিনে একাধিক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ পীরগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপণ সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ লক্ষীপুর বিওপির টহল দল কর্তৃক ২ জন আসামী সহ ভারতীয় গাঁজা আটক উলিপুরে অনুসন্ধান বন্ধ না করলে মামলা : ইউপি সদস্য কর্তৃক সাংবাদিককে হুমকি তাসকিনের রেকর্ড, আবারো রাজশাহীর কাছে রংপুরের হার

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা

অগ্নিশিখা ডেস্কঃ পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন ঘোষণা করেছেন, দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হবে। এটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করবে বলেও জানান তিনি।

শনিবার (২৫ জানুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন-এর প্রতিবেদনে জানানো হয়েছে, খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে হাইকমিশনার ইকবাল হুসেইন এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান এবং সরাসরি বিমান পরিষেবা চালুর মাধ্যমে উভয় দেশের ভ্রমণ ও যোগাযোগের সুবিধা বাড়বে।

তিনি আরও বলেন, সরাসরি ফ্লাইট চালুর ফলে পর্যটন, শিক্ষা এবং বাণিজ্য খাতে সহযোগিতা সম্প্রসারিত হবে। বিশেষ করে স্বাস্থ্যসেবা ও শিল্প খাতে বিনিয়োগের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করবে।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের কথা তুলে ধরে হাইকমিশনার জানান, দুই দেশের মধ্যে চট্টগ্রাম ও করাচিকে সংযুক্তকারী শিপিং রুট ইতোমধ্যেই চালু রয়েছে, যা আমদানি-রপ্তানি বাড়াতে সহায়ক হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশি পণ্যের প্রতি পাকিস্তানের বাজারে চাহিদা ক্রমশ বাড়ছে।

ইকবাল হুসেইন বাংলাদেশের বাকস্বাধীনতার প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বলেন, সোশ্যাল মিডিয়া তরুণদের নিজস্ব মতামত প্রকাশের সুযোগ দিচ্ছে, যা দেশের গণতান্ত্রিক পরিবেশকে আরও শক্তিশালী করছে।

হাইকমিশনার বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনায় বলেন, দেশের প্রধান লক্ষ্য অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতিশীলতা বজায় রাখা। তিনি প্রতিরক্ষা খাতে পাকিস্তানের সক্ষমতারও প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com