সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
অহিদ মিয়া,লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে ৯ম শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার সুইটিকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে সহপাঠী ও স্বজনেরা। আজ রোববার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে শিক্ষার্থী সামিয়ার স্বজনেরা জানান, ঘটনার ১৫ দিন অতিবাহিত হলেও এখনো জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দ্রুত জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারী দেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, ‘এই ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িতদের খুঁজে গ্রেপ্তারের অভিয়ান চলছে। কী কারণে এই ঘটনাটি ঘটেছে তার রহস্যও উদঘাটনে তদন্ত চলছে।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি ভোর চারটার দিকে রামগতি উপজেলার চর রমিজ এলাকায় বাড়ির জানালা দিয়ে সামিয়ার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে দগ্ধ হয় সামিয়া। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকার বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসার ৫ দিন পর হাসপাতালে মৃত্যু হয় সামিয়ার। এই ঘটনায় ২১ জানুয়ারি রামগতি থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত সামিয়ার বাবা সৌরভ হোসেন।