বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন

অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।

রবিবার (২৬ জানুয়ারি) মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ এ অভিযান পরিচালনা করেন।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় কিছু অসাধু লোকজন কয়েক কিলোমিটার সড়ক ও ফুটপাত দখল করে অস্থায়ীভাবে দোকানপাট এবং অবৈধ স্থাপনা নির্মাণ করে। ফলে মহাসড়কে যানবাহন ও জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটত। পরবর্তীতে প্রায় অর্ধশতাধিক অবৈধ দোকানপাঠ উচ্ছেদ করা হয়েছে।

উচ্ছেদ করা জায়গায় নতুন করে অসাধু ব্যবসায়ীরা যাতে দোকানপাট গড়ে তুলতে না পারে সেজন্য এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com