বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
বিনোদন ডেস্কঃ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঢালিউড-টালিউডের গণ্ডি পেরিয়ে কাজ করেছেন বলিউডেও। প্রতিনিয়ত লাইট ক্যামেরা অ্যাকশনে থাকেন না তিনি। কারণ গল্প-চরিত্র পছন্দ হলেই কাজ করতে আগ্রহী হন জয়া। সম্প্রতি ‘বাগান বিলাস’ নামে একটি নতুন মিউজিক্যাল ফিল্মে কাজ করেছেন অভিনেত্রী। এতে জয়ার সঙ্গে কাজ করেছেন জনপ্রিয় সংগীততারকা প্রীতম হাসান ও এলিটা করিম। এটি পরিচালনা করেছেন সাদিয়া ইসলাম রোজা।
সোমবার (২৭ জানুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে জয়ার ‘বাগান বিলাস’। এদিন রাত নয়টার দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে মিউজিক্যাল ফিল্মটির। এটি নির্মাণ করেছেন সাদিয়া ইসলাম রোজা।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জয়া লিখেছিলেন, ‘আমাদের ‘বাগান বিলাস’, ২৭ জানুয়ারি, রাত ৯ টায়।’
গেল ২০ জানুয়ারি এই কাজের কথা জানিয়ে সংগীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিমের সঙ্গে একটি ছবি নেটমাধ্যমে শেয়ার করে জয়া জানিয়েছিলেন, তাদের সঙ্গে খুব রোমাঞ্চকর একটি কাজ করতে যাচ্ছেন। দর্শকও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাদের সেই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে।