বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন

চরমোনাই পীরের সঙ্গে বৈঠকে বসেছেন মির্জা ফখরুল

অগ্নিশিখা প্রতিবেদকঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান মির্জা ফখরুল।

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সহপ্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির সংবাদমাধ্যমকে কে জানান, চরমোনাইয়ের পীর সৈয়দ রেজাউল করিমের সঙ্গে বৈঠকে উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব ইমতিয়াজ আলম।

রোববার ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির মহাসচিবের সঙ্গে বৈঠকের কথা জানানো হয়।

জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াতসহ অন্য ইসলামি দলগুলোকে নিয়ে ঐক্যের চেষ্টা চলছে। গত ২৪ জানুয়ারি ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে দলীয় এক কর্মসূচিতে চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির বলেছিলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে একক বাক্স দেওয়ার প্রচেষ্টা চলছে এবং এটি চলমান রয়েছে।’

ইসলামি দলগুলোর এমন তৎপরতার মধ্যেই বিএনপি শীর্ষ নেতৃত্ব দলগুলোর কারও কারও সঙ্গে বৈঠক শুরু করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা এটাকে ইসলামি দলগুলোকে কাছে টানার চেষ্টার অংশ হিসেবে দেখছেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com