বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

চেক বাউন্সের গুঞ্জন নিয়ে যা বলছেন রাজশাহীর ম্যানেজার

ক্রীড়া ডেস্কঃ পারিশ্রমিক ইস্যুতে এখনও যাচ্ছেতাই অবস্থা দুর্বার রাজশাহীর। মাঠের পারফরম্যান্সে তারা চমক দেখালেও, বাইরের এই ঝামেলা মেটাতে পারছে না।গত রোববার পারিশ্রমিক না পাওয়ায় ম্যাচ বয়কট করেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। একইদিন দেশীয় ক্রিকেটাররা পারিশ্রমিকের খাম হাতে ছবি দেখা গিয়েছিল। তবে সেখানে থাকা চেকের মাধ্যমে টাকা পাচ্ছেন না তারা।

রাজশাহী ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে, গতকাল (সোমবার) ব্যাংকে দলের পক্ষ থেকে দেওয়া চেক জমা দিয়েছিলেন ক্রিকেটাররা। সেই চেকের টাকা আজ পাওয়ার কথা থাকলেও তারা পাননি। ফলে ধারণা করা হচ্ছে এবারও চেক বাউন্স হতে পারে।

এ প্রসঙ্গে দুর্বার রাজশাহীর ম্যানেজার মেহেরাব হোসেন অপি বলেন, ‘এ ব্যাপারে ক্রিকেটাররা আমাকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানাননি। কিংবা কেউ বলেনি যে চেক বাউন্স করেছে। যে জিনিসটা জানি না সেটি নিয়ে মন্তব্য করতে চাই না।’ এ ছাড়া নিজেও কোনো টাকা পাননি বলে জানান অপি।

এর আগে রোববার চলতি বিপিএলের অন্যতম কলঙ্কজনক অধ্যায়ের জন্ম দেয় রাজশাহী। সন্ধ্যায় দলটির ম্যাচ থাকলেও তাদের হঠাৎই হোটেল পরিবর্তন করতে হয়। গুঞ্জন ওঠে, হোটেলের বিল বকেয়া রয়েছে দলটির। পরে সেদিনই ক্রিকেটার ও দলীয় স্টাফরা ঢাকার হোটেল ওয়েস্টিন থেকে শেরাটনে নতুন করে উঠেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com