রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন

জাগ্রত নারী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রোটারিয়ান শাহিন শাহ আলম চৌধুরীকে সম্বর্ধনা

রোকনে আলম চৌধূরী,সিলেটঃ জাগ্রত নারী উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান রোটারিয়ান শাহিন শাহ আলম চৌধুরী দীর্ঘদিন পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংস্থার পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়।

জাগ্রত নারী উন্নয়ন সংস্থার প্রায় পাঁচ শতাধিক মহিলা নেতৃবৃন্দ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হয়ে অতিথিকে অভ্যর্থনা জানান। সোমবার ২৭ জানুয়ারি দুপুরে সংস্থার প্রতিষ্ঠাতা রোটারিয়ান ফখরুল ইসলাম শান্ত, প্রথম ফাউন্ডার উপদেষ্টা আলহাজ্ব সমুজ আলী, সংস্থার শত শত মহিলা নেতৃবৃন্দ অতিথিকে নিয়ে মোটর শোভা যাত্রার মাধ্যমে সিলেট গার্ডেন ইন হোটেলের কনফারেন্স হলে নিয়ে আসেন এবং সংবর্ধনা প্রদান করেন।

সংস্থার সিলেট জেলা সভাপতি শিরিনা বেগমের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা রোটারিয়ান ফখরুল ইসলাম শান্ত ও সাধারণ সম্পাদক ফাহিমা বেগমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রথম ফাউন্ডার উপদেষ্টা আলহাজ্ব সমুজ আলী।শুরুতেই কোরআন তেলাওয়াত করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব ইরফান আলী চুনু।স্বাগত বক্তব্য পেশ করেন সংস্থার সদর উপজেলা সভাপতি জোছনারা বেগম লাকি, জাগ্রত যুব কল্যাণ সংস্থার সভাপতি রেদওয়ান হোসেন সুজন, সহ-সভাপতি, রশিদ আহমদ মুন্না, প্রতিষ্ঠাতা রোটারিয়ান ফখরুল ইসলাম শান্ত, সাধারণ সম্পাদক ফাহিমা বেগম, সংস্থার উপদেষ্টা মাসুম ইফতেখার রসুল শিহাব, প্রথম ফাউন্ডার উপদেষ্টা আলহাজ্ব সমুজ আলী, বিশেষ অতিথি, বিশিষ্ট সমাজ সেবক ও জাগ্রত নারী উন্নয়ন সংস্থার উপদেষ্টা জনাব আলহাজ্ব কাপ্তান হোসেন, খাদিম পাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার শাহজাহান মিয়া এবং অনুষ্ঠানের মধ্যমণি সম্বর্ধিত অতিথি জনাব শাহিন শাহ আলম চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ প্রেসক্লাবের সভাপতি জনাব শিহাব আহমদ, সংস্থার প্রধান সমন্বয়ক,জনাব রোকনে আলম চৌধুরী, সিলেট বিভাগীয় সমন্বয়ক জনাব সেলিম খান, সিলেট বিভাগীয় সহ-সভাপতি রত্না বেগম এবং আরো অনেকে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com