মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
মিথ্যা মামলা ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে চাষাঢ়ায় অবরোধ মহান একুশে উপলক্ষে গাইবান্ধা প্রেসক্লাবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সাবেক এমপি ছানোয়ারসহ ৩ জন রিমান্ডে সেরা সাংবাদিক ও গুণীজন সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত গাজায় ইসরায়েলের লক্ষ্য সমর্থন করে হামাস ‘নির্মূল’ করার আহ্বান যুক্তরাষ্ট্রের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসার শিক্ষার্থী নিহত পুলিশ ভেরিফিকেশন এ পদক্ষেপকে অভিনন্দন জানিয়েছেন দেশের মানুষ রমজানে রাজধানীর ২৫ট স্থানে মিলবে সুলভমূল্যে মাংস, ডিম, দুধ ভৌগোলিক অবস্থানের জন্য বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: প্রধান উপদেষ্টা ফতুল্লায় মামুন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হত্যার ঘটনায় আরো দু জন কে গ্রেফতার

খুরুশকুল ব্রিজের পাশ থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

কোহিনূর আক্তার,কক্সবাজারঃ কক্সবাজারের সদরের খুরুশকুল ব্রিজের পাশের নালা থেকে আবুল কালাম (৪০) নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জানুয়ারি) সকালে এই মরদেহ উদ্ধার করা হয়।

আবুল কালাম সদরের খুরুশকুল ইউনিয়নের ফকির পাড়ার বাসিন্দা।তিনি কক্সবাজারে শহর ও খুরুশকুলে ভাড়া করা ইজিবাইক চালাতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য ইসমাঈল সোহেল জানান, সকালে হাঁটার জন্য বের হলে খুরুশ্কুল বেইলি ব্রীজের উত্তর পাশের সড়কের পশ্চিম পাশের নালায় মৃতদেহটি দেখা যায়। চিনতে পেরে তার বাড়িতে খবর জানায়।

স্বজনেরা জানিয়েছেন, ইজিবাইক চালিয়ে প্রায়ই রাত ১০টার মধ্যে বাড়িতে চলে যান আবুল কালাম। কিন্তু গতকাল মঙ্গলবার ফিরেনি। গভীর রাত পর্যন্ত না ফিরলে চিন্তিত হয়ে পড়ে স্বজনেরা। রাতেই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পায়নি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস খান জানান, খবর পেয়ে পুলিশ একটি ঘটনাস্থলে গেছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও ওসিও ঘটনাস্থলে যাচ্ছেন। হত্যা সম্পর্কে কোনো ক্লু পাওয়া যায়নি৷ আলামত সংগ্রহের জন্য সিআইডি দলকে ডাকা হয়েছে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com