বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:২০ অপরাহ্ন
রোকনে আলম চৌধুরী,সিলেটঃ জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার আহবায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দেশনায়ক তারেক জিয়া ঘোষিত ৩১ দফা কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই ৩১ দফা বাস্তবায়নের জন্য এখন থেকেই আমাদের সকল নেতাকর্মীকে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। জনগণের দোরগোড়ায় এই কর্মসূচিগুলো পৌঁছে দিতে হবে এবং তাদেরকে এই আন্দোলনের অংশীদার করতে হবে। দেশনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান আমাদের জন্য ৩১ দফা কর্মসূচি এই সঙ্কট সমাধানে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেছে। এর মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, এবং টেকসই রাষ্ট্র গঠন করতে পারব।
তিনি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জিয়া মঞ্চ দক্ষিণ সুরমা উপজেলার পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গত ২৮- ১- ২০২৫ ইং তারিখে সিলেট শহরের প্রবেশদ্বার দক্ষিণ সুরমার চন্ডিপুলে দক্ষিণ সুরমা উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক রেজুয়ান আহমদ শিকদার এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মামুন মিয়া পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন জিয়া মঞ্চ সিলেট জেলার সদস্য সচিব মোঃ মস্তাক আহমদ, বিএনপি নেতা আব্দুল বাসিত মখন, লুৎফুর রহমান, জিয়া মঞ্চ সিলেট জেলার সদস্য মোঃ সুজন মিয়া, নুরুল হাসান, দক্ষিণ সুরমা উপজেলা যুগ্ম আহবায়ক শাহ কাওছার আহমদ কৌচর, জামাল আহমদ, সাজু মিয়া, মো. ফজলু মিয়া, রেদওয়ান হোসেন সুজন, শেখ লায়েক মিয়া, আছকর আহমদ, জাবেদ আলী, সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চ নেতা শামীম আহমদ, গোলাপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সদস্য সাদিকুর রহমান, রফিক উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা জিয়া মঞ্চের সদস্য শেখ লায়েক মিয়া, আছকর মিয়া, সাকিব আহমদ শিকদার, সায়েক মিয়া, খলিল মিয়া, সুমন মিয়া, আলী আহমদ, ফখরুল ইসলাম, রাব্বি, এমাদ, মাসুদ, আনন্দ, ইমন, সাজু খান, মারুফ, নাহিদ, আল আমিন, কামরুল, সামাদ, সাহেল, জিসান, নাসির, শিপন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারপত্র বিলি করেন প্রধান অতিথি জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার আহবায়ক মো. সাহেদ আহমদ।