বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন

সর্বশেষ :
শ্রম সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় স্ত্রীর সঙ্গে কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কর্তন নারায়ণগঞ্জে আ.লীগের লিফলেট বিতরণে গ্রেপ্তার হওয়া ৪ জন রিমান্ডে নবাবগঞ্জে তাফসিরুল কুরআন মাহফিলে থাকবেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী মনে হচ্ছে বিবিসি বাংলা খুনি শেখ হাসিনার ভক্ত : প্রেস সচিব মাদারীপুর রাজৈরের লিবিয়ার মাফিয়া দালাল তানিয়া গ্রেফতার কুমিল্লা সেক্টর সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কতৃক প্রায় ১ কোটি ৬০ হাহার টাকার ভারতীয় মালামাল আটক সরাইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৫ আটক ৫ জন ওসমানীনগরের মহাসড়কে দুর্ঘটনা রোধে হাইওয়ে থানা পুলিশের মতবিনিময়

হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের উপ-পরিচালক প্রশাসনের সাথে সাংবাদিকদের মতবিনিময়

মো. অহিদ মিয়া, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের উপ-পরিচালক প্রশাসন ও এস্টেট পরিচালক প্রটোকল এবং আইনী বিষয়ক এ.ডি. মিজানুর রহমানের মতবিনিময়।

গতকাল শুক্রবার বিকালে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবদুন নুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মনির হোসাইন, কোষাধ্যক্ষ জুনায়েদ আহম্মেদ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান মল্লিক, প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদ, কার্যনির্বাহী সদস্য শাহাদাত হোসেন, সদস্য মো. অহিদ মিয়া, ইব্রাহিম খলিল মঞ্জু, মো. মহসিন, আবদুল কাদের মিয়াজি, মো. আবুল বাসার, মো.সেলিম, মো. সাহাব উদ্দিন, নুর আলম ছিদ্দিক রাজুসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের উপ-পরিচালক প্রশাসন ও এস্টেট পরিচালক প্রটোকল এবং আইনী বিষয়ক এ.ডি. মিজানুর রহমান বলেন, আপনারা জাতির দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে নিরলস পরিশ্রম করে সমাজকে আলোকিত করার যে মহান দায়িত্ব আপনারা পালন করছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ সবসময় সমাজ ও দেশের কল্যাণে কাজ করে এসেছে, আর এই পথচলায় আপনাদের ইতিবাচক সহযোগিতা একান্ত কাম্য। সাংবাদিকদের সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় আমরা পাশে থাকতে চাই এবং আপনাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির যেকোনো প্রয়াসকে উৎসাহিত করব।
আপনারা আপনাদের কাজের মাধ্যমে বিভিন্ন সমস্যা তুলে ধরেন, যা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, এসব সমস্যা সমাধানের জন্য আমরা যথাসম্ভব সচেষ্ট থাকব এবং প্রাসঙ্গিক বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

আসুন, আমরা একসঙ্গে কাজ করে একটি সুন্দর, সমৃদ্ধ ও স্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তুলি।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com