বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
ক্রীড়া ডেস্কঃ চলমান বিপিএলের এলিমিনেটর পর্বে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামছে রংপুর রাইডার্স। সোমবার (৩ ফেব্রুয়ারি) মিরপুরে ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। আর এই ম্যাচ খেলতে সকালে ঢাকায় পা রেখেছেন টিম ডেভিডসহ রংপুর রাইডার্সের তিন বিদেশি ক্রিকেটাররা।
দিনের প্রথম ম্যাচ এলিমিনেটর। যেখানে খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স। এই ম্যাচের আগে দু’দলই নিজেদের শক্তি বাড়িয়েছে। এলিমিনেটরে মোট নতুন ৫ বিদেশি ক্রিকেটার মাঠে নেমেছে।
রংপুর রাইডার্সের হয়ে খুলনার বিপক্ষে মাঠে নেমেছেন ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল, অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার টিম ডেভিড এবং ইংল্যান্ডের জেমস ভিন্স। অন্যদিকে খুলনার হয়ে মাঠে নেমেছেন দুই ক্যারিবিয়ান জসন হোল্ডার ও শিমরন হেটমায়ার।
রংপুর রাইডার্সের একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, জেমস ভিন্স, শেখ মেহেদী, নুরুল হাসান সোহান (অধিনায়ক), টিম ডেভিড, নাহিদ রানা, রাকিবুল হাসান, সাইফ উদ্দিন, আন্দ্রে রাসেল এবং আকিফ জাভেদ।
খুলনা টাইগার্সের একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, মুশফিক হাসান, শিমরন হেটমায়ার, মোহাম্মদ নেওয়াজ, জেসন হোল্ডার এবং অ্যালেক্স রস।