বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন

সর্বশেষ :
মাদারীপুর রাজৈরের লিবিয়ার মাফিয়া দালাল তানিয়া গ্রেফতার কুমিল্লা সেক্টর সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কতৃক প্রায় ১ কোটি ৬০ হাহার টাকার ভারতীয় মালামাল আটক সরাইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৫ আটক ৫ জন ওসমানীনগরের মহাসড়কে দুর্ঘটনা রোধে হাইওয়ে থানা পুলিশের মতবিনিময় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের রিপোর্ট নিয়ে যা বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা মূল্যস্ফীতি কমাতে আরও দুই-তিন মাস লাগবে: অর্থ উপদেষ্টা আবু সাঈদকে নিয়ে কটূক্তি: মানহানির মামলায় ম্যাজিস্ট্রেট তাপসীর বিচার শুরু সাবেক এমপি স্মৃতিসহ ৫৬ জন আওয়ামীলীগ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা বিপিএলের ফিক্সিং তদন্তে তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন বিসিবির এ বছর পশ্চিম তীরে ১০ শিশুসহ ৭০ ​​জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

দাবির পূরণের আশ্বাসে গভীর রাতে হাসপাতালে ফিরলেন আহতরা

অগ্নিশিখা প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর অনুরোধে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে হাসপাতালে ফিরে গেলেন জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা।রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে যমুনার প্রধান ফটক ছাড়তে দেখা যায় আহতদের।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা সাতটি দাবি জানান। হাসনাত আব্দুল্লাহ মনোযোগ দিয়ে অবরোধকারীদের কথা শুনে তাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন। একইসঙ্গে তিনি প্রতিটি দাবি বিশ্লেষণ করেন। কোন দাবিটি কোন পর্যায়ে রয়েছে কিংবা কীভাবে সেটা আদায় করা যায়, সেগুলো নিজ বক্তব্যে তুলে ধরেন হাসনাত আব্দুল্লাহ।

হাসনাত আব্দুল্লাহ জানান, চলতি সপ্তাহেই তিনি আহতদের সুচিকিৎসাসহ পুনর্বাসনের বিষয়ে আলোচনার জন্য সচিবালয়ে যাবেন। সেখানে যাওয়ার সময় আহতদের পক্ষ থেকে তিনজন প্রতিনিধিকে নিয়ে যাবেন তিনি।

এর আগে রোববার দিবাগত রাত ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নেন আহতরা। এর কয়েক মিনিট পরই তাদের সঙ্গে কথা বলতে সেখানে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তবে আহতরা প্রথমে তার সঙ্গে কথা বলতে রাজি হননি।

এসময় আহতরা অভিযোগ করেন, হাসনাত, সারজিস ও সমন্বয়করা আহতদের পরিবারের খোঁজখবর না নিয়ে রাজনৈতিক দল গোছানোতে ব্যস্ত। আহতদের পুনর্বাসনের কথা সরকার শুধু বলেছে, কিন্তু কেউ বাস্তবে কোনো উদ্যোগ গ্রহণ করছে না।

এদিকে আহতদের উদ্দেশ্যে হাসনাত বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা দিতে পারে নাই, এটা সরকারের ব্যর্থতা। এজন্য সরকারের আমলাতান্ত্রিক পদ্ধতি, সচিব ও আমলারা দায়ী। যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে না পারায় হাসনাত নিজেও ব্যথিত বলে জানান।

তিনি বলেন, আমাদের হাতে কিছু নেই। আমরা কিছু করতে পারি না। আপনারা যে চিকিৎসা পান না, এটা সত্য। এজন্য দায়ী সরকারের লোকজন। সরকার ভালো মতো তদারকি করতে পারেনি।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com