বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:১৫ অপরাহ্ন

পলাশবাড়ীতে টিন ও নগদ টাকা দিয়ে সহযোগীতা করেন সমাজসেবক কৃষিবিদ লুৎফর রহমান

মিলন মন্ডল,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ডে জাহেরা বেগমের ঘর মেরামত করার জন্য মানবিক সহযোগীতা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়। সেই পোস্ট দেখে মানবিক সহযোগীতার হাত বাড়িয়ে দিলেন বৈরীহরিনমারী গ্রামের মৃত্যু নুরুল ইসলামের ছেলে সমাজসেবক, কৃষিবিদ ও বিশিষ্ট বীজ ব্যবসায়ী লুৎফর রহমান।

গতকাল ৩ ফেব্রুয়ারী দুপুরে সরেজমিন নিজে উপস্থিত হয়ে খোঁজ খবর নিয়ে অসহায় উক্ত মহিলাকে ১ (একবান) টিন ও নগদ ২ (দুই হাজার) টাকা তার হাতে তুলে দেন।

টিন ও নগদ টাকা পেয়ে আবেগে আপ্লূত হয়ে বিধবা মোছা: জাহেরা বেগম (৬০) বলেন,দীর্ঘদিন আমি ঘর মেরামতের এই টিনের জন্য বিভিন্ন ব্যক্তির কাছে ঘুড়েছি কিন্তু পাইনি। আজ আমার এই ভাই আমাকে ১ বান টিন ও নগদ ২ হাজার টাকা দিয়ে সহযোগীতা করলেন। আমি তার জন্য দোয়া করি আল্লাহপাক যেন সবসময় তাঁকে সুস্থ রাখেন ও নেক হায়াত দান করেন।

সমাজসেবক, বিশিষ্ট বীজ ব্যবসায়ী ও কৃষিবিদ লুৎফর রহমান বলেন, সমাজের এরকম গরীব-অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবসময় ভালো লাগে। দোয়া করবেন আল্লাহপাক যেন এই অসহায় মানুষগুলোর পাশে সবসময় দাঁড়ানোর তৌফিক দান করেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com