বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
মিলন মন্ডল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নে চাইনিজ ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনাল খেলা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
সোমবার ৩ ফেব্রুয়ারি বিকেলে স্থানীয় সাবদিন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে চাইনিজ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন পলাশবাড়ী উপজেলার জিয়া মঞ্চ সদস্য সচিব জসিম উদ্দিন খান।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জুবায়ের হোসেনের সভাপতিত্বে ও স্থানীয় যুবকদের সহযোগিতায় এবং সাবদিন ছাত্র সংঘ স্পোর্টিং ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করে।
খেলায় অংশগ্রহণ করেন পূর্ব গোবিনাথপুর স্পোর্টিং ক্লাব বনাম নাকাইহাট স্পোর্টিং ক্লাব। খেলায় ০-০ গোলে সমতা আসলেও পরবর্তীতে ট্রাইব্রেকারে পূর্ব গোবিনাথপুর স্পোর্টিং ক্লাবকে ১-২ গোলে পরাজিত করে নাকাইহাট স্পোর্টিং ক্লাব।
টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ গ্রহণ করে। খেলা পরিচালনা করেন রেফারী আব্দুল গফফার সরকার।