বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১০ অপরাহ্ন
অহিদ মিয়া,লক্ষীপুর: গতকাল ৪ জানুয়ারি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন দত্তপাড়া কলেজের দক্ষিনে মিজি সংলগ্ন এলাকায় সন্ত্রাসীদের চাঁদাদাবি,বিশৃঙ্খলা নানা অপকর্মের তথ্য সংগ্রহের জন্য চার জন সাংবাদিক,সাংবাদিক রফিকুল ইসলাম, সাংবাদিক আলাউদ্দিন, সাংবাদিক নিরব, ও সাংবাদিক ফয়সাল ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা তাদের উপর গুলি বর্ষন ও মারধর করে এবং সাংবাদিকদের ক্যামেরা সহ মালামাল লুট করে নিয়ে যায়,পরে আহত সাংবাদিকদের হসপিটালে নেওয়া হয় এবং চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।
উক্ত ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ আকতার হোসেন।এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহাঃ রেজাউল হক সহ দত্তপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ, জনাব মোঃ হাসান জাহাঙ্গীর হোসেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশের পক্ষ থেকে জানানো হয় এ পর্যন্ত মোঃ জাকির সহ ৩ জনকে গ্রেফতারে সক্ষম হয়েছে পুলিশ এবং আরো বলা হয় এই জঘন্য কাজ যারাই ঘটিয়েছে তাদের সকলকে আইনের আওতায় আনা হবে।