বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন

সর্বশেষ :
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় স্ত্রীর সঙ্গে কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কর্তন নারায়ণগঞ্জে আ.লীগের লিফলেট বিতরণে গ্রেপ্তার হওয়া ৪ জন রিমান্ডে নবাবগঞ্জে তাফসিরুল কুরআন মাহফিলে থাকবেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী মনে হচ্ছে বিবিসি বাংলা খুনি শেখ হাসিনার ভক্ত : প্রেস সচিব মাদারীপুর রাজৈরের লিবিয়ার মাফিয়া দালাল তানিয়া গ্রেফতার কুমিল্লা সেক্টর সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কতৃক প্রায় ১ কোটি ৬০ হাহার টাকার ভারতীয় মালামাল আটক সরাইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৫ আটক ৫ জন ওসমানীনগরের মহাসড়কে দুর্ঘটনা রোধে হাইওয়ে থানা পুলিশের মতবিনিময় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের রিপোর্ট নিয়ে যা বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

সরাইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৫ আটক ৫ জন

কামাল পাঠান,সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন বিশুতারা গ্রামের মৃত ওমর আলীর ছেলে আজাদ মিয়া (৪৮) ও তার প্রতিপক্ষ ইনসান মিয়ার পক্ষের আমানত মিয়া (৫৫) তিনি একই গ্রামের মিছির আলীর ছেলে।

নিহতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গ্রামের একটি বসতবাড়ি নিয়ে চাচা আজাদ মিয়া ও তার ভাতিজা ইনসান মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার সকালে আজাদ মিয়া তার দোকান খোলার সময় ইনসান মিয়া ও তার অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আজাদ মিয়া ঘটনাস্থলেই মারা যান।

পরে প্রতিশোধ নিতে আজাদ মিয়ার পক্ষের লোকজন ইনসান মিয়ার পক্ষের আমানত মিয়ার ওপর হামলা চালিয়ে দেশীয় বলম দিয়ে আঘাত করে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দ তাবারক নিয়া বলেন তারা দুজন চাচা ভাতিজা তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা ছিল এলাকার কয়েকজন সরদার সাবেক মেম্বার আবুতালেব টাকার বিনিময়ে ন্যায্য বিচার না করে প্রতিপক্ষকে দুর্বল করার জন্য বিভিন্ন কৌশলে ঝগড়াঝাঁটি লাগিয়ে রাখে যার ফলে আজকের এই ঘটনা ঘটেছে।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সরাইল সার্কেল তপন সরকার বলেন সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি এবং জানতে পেরেছি দুজন মারা গিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে আমরা এখন পর্যন্ত চারজন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি আমাদের এই সরাসরি অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com