বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন
শেখ নিয়াজ মোহাম্মদ,বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মনিরুজ্জামান (৩৮) নামের এক ব্যক্তির গোপনাঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, মনিরুজ্জামানের বাড়ি ফরিদপুর সদর উপজেলার জয়কালী গ্রামে। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হিরাঝিল এলাকায় ভাড়া থাকেন ।
মনিরুজ্জামানের স্ত্রী ছোঁয়া বলেন, আমার স্বামী নারায়ণগঞ্জে একটি কোম্পানিতে ম্যানেজার হিসেবে কাজ করেন। তিনি প্রতিদিন নেশাগ্রস্ত হয়ে বাসায় ফিরে আমার সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ ও অশান্তি করতেন। আজ সকালের দিকে নেশাগ্রস্ত অবস্থায় কথাকাটাকাটির একপর্যায়ে নিজে তার গোপনাঙ্গ কেটে ফেলেন। তবে মনিরুজ্জামান বলেন, কোনো ঝামেলা ছাড়াই হঠাৎ আমার স্ত্রী ছোঁয়া আমার গোপনাঙ্গ কেটে ফেলে।
এই বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) মো. ফারুক জানান, নারায়ণগঞ্জ থেকে গোপনাঙ্গ কাটা এক ব্যক্তি এসেছেন। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।