শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
ক্রীড়া ডেস্কঃ নারী দলের কোচ পিটার বাটলার বয়কট ইস্যুতে বাফুফের বিশেষ কমিটি তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে কোচ ও ১৮ জন খেলোয়াড়ের মধ্যে চাপান উতোর চলছে। তাতে মানাসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নারী দলের সদস্যরা। কেউ কেউ তো মানসিক আঘাতের মধ্যে রয়েছেন। সাফজয়ী দলের অন্যতম খেলোয়াড় জাপানি বংশোদ্ভূত মাতসুশিমা সুমাইয়া কিংবা ডিফেন্ডার মাসুরা পারভীন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব তুলেও ধরেছেন।
গতকালই মনোবিদ কাজ শুরু করেছেন বলে জানা গেছে। ফেসবুকে লেখা সুমাইয়ার কথাগুলো পড়েছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। তখনই মনোবিদ ডেকে আনার উদ্যোগ নেয় বাফুফে। মেয়েরা যেন কোনো কিছুতে ভেঙে না পড়ে। তারা নিজেদেরকে গুছিয়ে রাখতে পারে, মানিসকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটি বাফুফের ভাবনায় রয়েছে।
খেলোয়াড়দের ক্যাম্পে সবাই মানসিক ভাবে শক্তিশালী থাকবে, এমন চিন্তা-ভাবনা থেকেই মনোবিদ আনা হয়েছে। এরই মধ্যে সুমাইয়াসহ একাধিক ফুটবলারের সঙ্গে বসে কাউন্সেলিংয়ের কাজ শুরু করেছেন একজন মনোবিদ।