বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চারটি, বেগম ফজিলাতুন্নেছা মুজিবের একটি, শেখ কামাল ও শেখ রাসেলের একটি মুরাল গুঁড়িয়ে দিয়েছে ছাত্র জনতা।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে বুলডোজার দিয়ে উপজেলা পরিষদ চত্বর, পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, স্থানীয় সরকারি শাহ আব্দুর রউফ কলেজ মোড় ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চারটি, পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের গেটে শেখ কামাল, পীরগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের শেখ রাসেল, পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের গেটের বেগম ফজিলাতুন্নেছা মুজিবের মুরাল সহ ও আওয়ামী লীগ অফিস গুড়িয়ে দেয়। এর আগে গত চার আগস্ট বিক্ষুপ্ত ছাত্র জনতা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়েছিল।
এ সময় জাতীয় নাগরিক কমিটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাসুম বিল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোঃ রাকিব মিয়া, মোঃ নাহিদ মিয়া, জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস, ছাত্রদলের মোঃ বাঁধন, শ্রী কাজল চন্দ্র, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আব্দুল্লাহ আল মামুন সহ অনেকে উপস্থিত ছিলেন।