বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন

যে ভোটাধিকারের জন্য জীবন দিতে হলো, সেটা এখনো প্রতিষ্ঠিত হয়নি: মামুন মাহমুদ

সাহাব উদ্দীন,বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জঃ“আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক থাকা কাউকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য পদে রাখলে তাদের সদস্য পদ নবায়ন করা হবে না। বিএনপিতে তাদের থাকার সুযোগ থাকবে না।”

গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকায় গ্রিন গার্ডেন পার্টি সেন্টারে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম আলোচনা সভা শেষে এমন মন্তব্য করেছেন নারয়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম আলোচনা সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে জেলা শহরে একটি আনন্দ র‍্যালি করার।

আহ্বায়ক কমিটির প্রথম আলোচনা সভায় ৫ সদস্যের আহ্বায়ক কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। তারা হলেন, আহ্বায়ক কমিটির ১নং যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, শরীফ আহমেদ টুটুল, এবং সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন।

আর এই সভার সভাপতিত্ব করেন নারয়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

`আহ্বায়ক কমিটির প্রথম সভার শুরুতে আহ্বায়ক কমিটির সকল সদস্যদের মধ্যে কুশল বিনিময় শেষে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হয়, আগামী বৃহস্পতিবার জেলার সব থানাসহ ১০টি ইউনিট কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জেলা শহরে একটি ঐতিহাসিক ও স্মরণকালের বৃহৎ আনন্দ র‍্যালি আয়োজন করা হবে, যা সারা দেশবাসীকে জানিয়ে দেবে যে, নারায়ণগঞ্জে বিএনপির নতুন কমিটি প্রতিষ্ঠিত হয়েছে।‘ এভাবেই মামুন মাহমুদ সভা শেষে সাংবাদিকেদের ব্রিফিং করেন ।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com