শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন

গুঁড়িয়ে দেওয়া হলো‘বায়তুল আমান’

সাহাব উদ্দীন,বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জঃ আওয়ামী লীগের স্মৃতিবিজড়িত নারায়ণগঞ্জ শহরের ‘বায়তুল আমান’ বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বাড়িটি নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলীর মালিকানাধীন।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে মহানগর বিএনপির সভাপতি এড. সাখাওয়াত হোসেন ঘোষণা দিয়েছিলেন বিকালে বায়তুল আমানও ভেঙে ফেলা হবে।

ধানমন্ডির ৩২ নম্বরের শেখ মজিবুর রহমানের বাড়ির মতো ‘নারায়ণগঞ্জ থেকে ফ্যাসিবাদের স্মৃতিচিহ্ন মুছে ফেলা হবে’ এমন ঘোষণা দিয়ে আদালতপাড়ায় শেখ মুজিবুর রহমানের কয়েকটি ম্যুরাল ভাঙার পরে সন্দ্যার পর বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে নারায়ণগঞ্জের রাজনীতির অন্যতম স্মৃতিচিহ্ন বায়তুল আমান ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যার পরপরই মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর শহরের মিশনপাড়া এলাকায় বিভিন্ন পর্যায়ের বিক্ষুব্ধ জনতা জড়ো হয়। এরপর সেখান থেকে একটা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চাষাড়া এলাকার আসেন বায়তুল আমানের সামনে।

বায়তুল আমানের সামনে পূর্ব থেকেই রাখা ছিল বুলডোজার। এরপরই গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়। প্রথমে বুলডোজার দিয়ে বাইতুল আমানের সীমানা ভেঙে দেওয়া হয়। এরপর ভবন ভাঙার কাজ শুরু করে।

এ সময় মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‌‘দেশের মানুষ যেমন আওয়ামী লীগের প্রতি ক্ষুদ্ধ, তেমনি নারায়ণগঞ্জবাসীও শামীম ওসমান, সেলিম ওসমান, আজমেরী ওসমান ও অয়ন ওসমানের প্রতি ক্ষুদ্ধ। তারা নারায়ণগঞ্জবাসীকে এতটাই ক্ষুদ্ধ করেছেন, যার বহিঃপ্রকাশ ঘটেছে বাইতুল আমান গুঁড়িয়ে দেওয়ার মাধ্যমে।’

৫ আগষ্টের পর জনরোষে পলাতক এবং এক সময়ের নানান অপরাধের হোতা গডফাদারখ্যাত প্রভাবশালী শামীম ওসমানদের পৈত্রিক বসতবাড়ী ‘বায়তুল আমান’ হিসেবেই পরিচিত ছিলো।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভবনটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। এরপর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর মুহূর্তেই নারায়ণগঞ্জে ছড়িয়ে পরে। শত শত মানুষ ঢাকা-নারায়ণগঞ্জ ব্যস্ত সড়কের পাশে দাঁড়িয়ে মোবাইলে বিডিও করতে ব্যস্ত হয়ে পড়ে।

এমন ঘটনা চলাকালীন সময়ে উত্তাল নারায়ণগঞ্জে ব্যাপক সমালোচনা রয়েছে বিগত ১৫ বছরে যে সকল নেতা ওসমান পরিবারের সাথে চাটুকারী করতো তারা বর্তমানে ওই কুখ্যাত ওসমান পরিবারের গোপন অর্থায়নে বায়তুল আমান কে ঘিরে ওসমান পরিবারের অভ্যন্তরীন বিরোধের কারণে এই ভবনটি গুড়িয়ে দেয়া হয়েছে । অথচ ষড়যন্ত্রের আখড়াখ্যাত চাষাড়ার হীরা মহল ও শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটুর বাড়ি রক্ষা করতেও নানান তদ্বির ও লেনদেন হয়েছে বলে ব্যাপক সমালোচনার ঝড় বইছে সর্বত্র।

অনেকেই আরো বলেন, ফ্যাসিস্ট সরকারের অন্যতম গডফাদার শামীম ওসমান ও তার শ্যালক টিটুর সাথে জেলা বিএনপির একজন শীর্ষ নেতার পার্টনারশীপের ব্যবসা থাকায় চাষাড়ার হীরা মহল ও টিটুর বাড়ি পূর্বের ন্যায় এখনো রক্ষা পাচ্ছে। একই সাথে নারায়ণগঞ্জ জেলা বিএনপির একজন শীর্ষ নেতার পার্টনারে শামীম ওসমান তার শ্যালক টিটুর মালকিানাথীন অংশীদারিত্বে চলমান রয়েছে কোটি কোটি টাকার ব্যবসা । যা এই চাষাড়াতেই চলছে সকলের চোখের সামনে।

উল্লেখ্য, শামীম ওসমান পরিবারের দাবি, চাষাড়ায় এই বায়তুল আমানে আওয়ামী লীগের জন্ম। এ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন ওসমান পরিবারের সদস্যরা। তবে বঙ্গবন্ধুর লেখ অসমাপ্ত আত্মজীবনী ও গোয়েন্দা নথিপত্রে উল্লেখ রয়েছে, বায়তুল আমানে সভাটি হওয়ার কথা থাকলেও ১৪৪ ধারা জারি করায় ওইদিন সভাটি হয়েছিল মিউচুয়েল ক্লাবে। তবে আওয়ামী লীগের (তৎকালীন আওয়ামী মুসলিম লীগ) কমিটি ঘোষণা করা হয়েছিল রোজ গার্ডেনে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com