বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
শেখ নিয়াজ মোহাম্মদ,বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে বাস ও অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে অটোরিক্সার যাত্রি নারী ও শিশুসহ ৩ জন নিহত হয়েছে।
গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারী ) সন্ধায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর সেতুর ঢালে এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অটোরিকশা চালক আনিসুর রহমান (২৩) রংপুর জেলার পীরগাছা থানার সুকান পুকুর এলাকার আব্দুলওহাবের ছেলে। ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার পশ্চিম সীচা এলাকার আসরাফুলের স্ত্রী নিহত কাকুলী আক্তার(৩৫), তার শিশু পুত্র আরিয়ান রাফি (৫)।
নিহত কাকুলীর মা ফজরা বেগম জানান, সন্ধায় চিটাগংরোড থেকে অটোরিকশায় চরে সেতুর ওপর দিয়ে ওল্টো পথে কাচঁপুর আসার পথে হিমাচল নামের যাত্রবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই অটোরিক্সার চালক ও শিশুসহ দুই যাত্রী নিহত হয়।
এই তথ্য নিশ্চিত করেছেন কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, উল্টোপথে অটোরিকশা আসার সময় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। দূর্ঘটনায় কবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে।