শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১২:৩২ অপরাহ্ন

ফতুল্লায় স্ত্রীর হত্যাকাণ্ডে স্বামী গ্রেপ্তার

সাহাবউদ্দীন,বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জঃ পারিবারিক বিরোধের জের ধরে ফতুল্লায় অঞ্জু বেগম নামে এক গৃহবধূকে বেধড়ক মারধরের পর শ্বাসরোধে হত্যা করেছেন তার স্বামী কবির হোসেন।

শুক্রবার (৭ জানুয়ারী) ভোরে ফতুল্লার পঞ্চবটি ফাজিলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এমন ঘটনায় কবির হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে এলকার লোকজন। নিহত অঞ্জু বেগম একই এলাকায় জসিম উদ্দিনের মেয়ে।

জানা যায়, লরিচালক কবির ও অঞ্জু বেগমের সংসারে এক কন্যা সন্তান রয়েছে। তাদের বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছে। এ নিয়ে একাধিকবার বিচারও হয়েছে।

শুক্রবার ভোরে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে কবির ক্ষিপ্ত হয়ে অঞ্জু বেগমকে বেধড়ক মারধর করে তার একটি হাত ভেঙে দেয় এবং শ্বাসরোধে হত্যা করে।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানার দারোগা কামরুজ্জামান জানান, অঞ্জু বেগমকে তার স্বামী কবির হোসেন মারধর করেন এবং শ্বাসরোধে হত্যা করেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কবির পুরিমের কাছে আটক রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com