বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
মোঃ সাগর, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ রাজধানীর ডেমরা কোনাপাড়া হাজী বাদশা মিয়া রোড। দীর্ঘ দুই বছর পানি নিষ্কাশনের ডেন না থাকার কারণে দুর্ভোগে পরে এলাকাবাসী।বিভিন্ন গনমাধ্যম টেলিভিশন টিভি সহ রাস্তাটি নিয়ে সংবাদ প্রচার করলেও সরকারি ভাবে কোন কাজে আসে নাই।এলাকাবাসী বিভিন্ন জায়গায় ঘুরেও কোন সাহায্য পায় নাই না পেয়ে নিজেদের উদ্যোগে একটা কমিটি গঠন করে। কমিটির সভাপতি তো করেন বিশিষ্ট ব্যবসায়ী ইয়াসিন হাওলাদার।ওনার নেতৃত্বে এলাকার বাড়িওয়ালাদেরকে নিয়ে একটি মিটিং করেন সেই মিটিং এর সিদ্ধান্ত হয় যে সমস্ত বাড়িওয়ালারা নিজেরা টাকা দিয়ে রাস্তা মেরামত এবং পানি নিষ্কাশনের ডেনপরিষ্কার এর করার উদ্যোগ নেয় ডেনগুলো পরিষ্কার করার পর এখন আর রাস্তায় পানি নেই রাস্তা একদম শুকনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে প্রতি একমাস পর পর তারা নিজেরা চাঁদা টাকা দিয়ে রাস্তা পরিষ্কার করে রাখবেন যতক্ষণ পর্যন্ত সরকারি পাবে কাজ না হবে যতদিন পর্যন্ত তারা এভাবে ড্রেন পরিস্কার করে করে রাখবেন কমিটির পক্ষ থেকে আরো জানানো হয়েছে সরকারি ভাবে যেন রাস্তাটি খুব দ্রুত কাজ করানো হয় তাহলে এলাকাবাসীর দুর্ভোগ কমবে। বিশেষ করে এই এলাকায় নামিদামি একটি স্কুল রয়েছে সেটি হল শামসুল হক খান স্কুল এন্ড কলেজ কয়েক হাজার ছেলে মেয়ে ছাত্র এই রাস্তাটি ব্যবহার করে তাকে সরকারের কাছে আবেদন খুব তাড়াতাড়ি যেন সরকারিভাবে কাজ হয়।