শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১১ অপরাহ্ন

সর্বশেষ :
বাংলাদেশ প্রগতি লেখক সংঘের‘গড়ব আমরা সুবর্ণ ইতিহাস’ গাইবান্ধা প্রেসক্লাবের একুশের অনুষ্ঠান ‘বর্ণমালায় লিখি দ্রোহের ফাগুন’ নাসা কিন্ডার গার্টেন এর বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত মাতৃভাষার গুরুত্ব না বুঝলে এসডিজি অর্জন সম্ভব হবে না : প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ওসমানীনগরে শেখ মুজিব বন্দনায় যুব উন্নয় কর্মকর্তা ঢাকা – নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা নারায়ণগঞ্জের টিটু সাম্রাজ্যের তথ্য প্রকাশ করলো গ্রেফতারকৃত এসএম রানা রাতে ঘুমানোর আগে লবঙ্গ চিবিয়ে খেলেই ম্যাজিক! ফেসবুকে যে ধরনের পোস্ট করলে হতে পারে জেল বিস্কুটে ভ্যাট অর্ধেক করল এনবিআর

লঞ্চে নয়, বিমানে চড়ে বরিশাল যাচ্ছে বিপিএল ট্রফি

ক্রীড়া ডেস্কঃ চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন হয়েছিল ফরচুন বরিশাল। এরপর শোন যাচ্ছিলো, লঞ্চে চড়ে বরিশাল যাবে বিপিএল ট্রফি। কিন্তু হঠাৎ সিদ্ধান্ত বদলে ফেললেন বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিক মিজানুর রহমান।

ফাইনাল জেতার পর এক দিন বিশ্রাম নিয়েই আজ বরিশালে শিরোপা নিয়ে সফরে যাচ্ছে ফরচুন বরিশাল। দুপুর থেকে বিকাল পর্যন্ত সেখানে ভক্তদের সঙ্গে তামিম-মুশফিকরা করবেন উদযাপন।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত হওয়া বিপিএলের ফাইনালের গ্যালারিতে দাপট ছিল ফরচুন বরিশালের ভক্তদের। তারা নিশ্চিতই ছিলেন যে, এবারও শিরোপা উঠতে যাচ্ছে তাদের হাতেই। এ সময় তামিম-মুশফিকদের সমর্থন জানাতে অনেকে নানান রকম ব্যানারের পাশাপাশি নিয়ে এসেছিল বরিশালের প্রতীকী লঞ্চও। তাদের প্রত্যাশা ছিল শিরোপা নিয়ে খেলোয়াড়রা লঞ্চে করেই বরিশাল যাবে সমর্থকদের সঙ্গে উদযাপন করতে। যদিও নানান কারণে সেটা সম্ভব হচ্ছে না। বরিশালে চ্যাম্পিয়ন দল ও শিরোপা যাবে বিমানে চড়ে।

এ নিয়ে ফ্রাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমান গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘বাংলাদেশ বিমানের একটি চ্যাটার্ড ফ্লাইটে আমরা ঢাকা থেকে বরিশাল যাব দুপুরে, খাবার খাব। এরপর বেলস পার্কে (বরিশালে) একটি অনুষ্ঠান হবে। ঐখানে ব্যান্ড সংগীতও হতে পারে এবং তামিম ভাই দলের সিনিয়র খেলোয়াড়রা সঙ্গে শান্তরাও কিছু বক্তব্য রাখতে পারেন, ফটোসেশন হবে। তারপর আমরা ঢাকায় ফিরে আসবে। দুপুর ২টা থেকে ৫টা। আমি ২টার আগেই বরিশালে পৌঁছে যাব।’

এদিকে টুর্নামেন্টের টানা দ্বিতীয় ফাইনাল জেতায় ফরচুন বরিশালের পক্ষ থেকে বোনাস পাবে দলের সবাই যদিও পরিমাণ জানা যায়নি। তবে তার আগে অধিনায়ক তামিম ইকবালের উদ্যোগে সবাই পেয়েছেন একটি করে নতুন মডেলের আইফোন। এ নিয়ে বরিশালের কর্ণধার বলেন, ‘খেলোয়াড়দের বোনাসের বিষয়টা আমরা গোপন রাখতে চাই। কিন্তু সবাই আইফোন পেয়েছেন তামিম ভাই ম্যানেজ করেছেন।’

গেল আসরের চ্যাম্পিয়ন হওয়ায় গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হওয়া গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসরে খেলার কথা ছিল ফরচুন বরিশালের। যদিও তারা অপারগতা প্রকাশ করায় রানার্সআপ হওয়া রংপুর রাইডার্স অংশ নেয় টুর্নামেন্টটিতে। তবে এবার বিপিএল শিরোপা জেতার পর থেকেই আসন্ন জিএসএল-এ অংশ নেওয়ার পরিকল্পনা সাজিয়ে ফেলেছে ফরচুন বরিশাল।

এ নিয়ে তিনি বলেন, ‘জিএসএল নিয়ে আমাদের আলোচনা হয়েছে। গতকালকে (শুক্রবার শিরোপা জেতার পর) মায়ার্স, মালান, জিমি নিশামের সঙ্গে কথা বলেছি। সবাই খেলার জন্য নিজেদের আগ্রহ প্রকাশ করেছেন। আর দেশের যারা আছে তাদের কোনো আন্তর্জাতিক খেলা না থাকলে সবাই খেলবেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com