বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন

ডেভিল হান্ট অভিযানে কাশিমপুর থানায় ধৃত ১১ নেতাকর্মী

বিপ্লব হোসেন ফারুক,গাজীপুরঃ কাশিমপুর থানা পুলিশ কর্তৃক গতকাল ৯ ই ফেব্রুয়ারি দিবা গত রাতে থানা এলাকায় অপারেশনস ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে উল্লেখিত থানাধীন বিভিন্ন এলাকা থেকে আওয়ামীলীগের ১১

নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, গ্রেপ্তার কৃত আসামিরা হলেন ১। মো: মিজান মন্ডল (৫০), পিতা-আঃ লতিফ, মাতা-রাজিয়া খাতুন, সাং-মাধবপুর, থানা-কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর, পদবী:- ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি, ২। আব্দুল কাদের মন্ডল (৪২), পিতা-মৃতঃ রিয়াজ মন্ডল, মাতা-ফিরুজা বেগম, সাং-মাধবপুর, থানা-কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর, পদবী:- ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য, ৩। মোঃ রওসন আলী (৩৫), পিতা-আলী আকবর, মাতা-দেলোয়ারা বেগম, সাং-এনায়েত পুর (পূর্ব), থানা-কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর,পদবী:- ৩নং ওয়ার্ড কৃষকলীগের সাধারন সম্পাদক, ৪। মোঃ ফারুক মিয়া (৪৪), পিতা-মৃতঃ কাশেম মিয়া, মাতা-মোছা: সাহারা আক্তার, সাং-কাশিমপুর, থানা-কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর, পদবী:- ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক, ৫। মোঃ শওকত হোসেন(৩৯), পিতা-আঃ আজিজ, মাতা-সালেহা বেগম, সাং-সুরাবাড়ী(পশ্চিম চাদপুরপাড়া, থানা-কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর, পদবী:- তথ্য প্রযুক্তি সাধারন সম্পাদক, ৬। আনোয়ার হোসেন লাবু (৫৪), পিতা-মৃতঃ বছির উদ্দিন, মাতা-মোছাঃ নবিজান বিবি, সাং-মাধবপুর, তেতুলতলা, থানা-কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর, পদবী:- ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক,৭। নাদিম হোসেন দিপু(৩০), পিতা-মৃত আঃ বাড়ী, মাতা-নাজমা বেগম, সাং-মাধবপুর (মন্ডল বাড়ি), গাজীপুর মহানগর, গাজীপুর, পদবী:- ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য, ৮। মোঃ আঃ মান্নান(২৮), পিতা-মৃত রফিকুল ইসলাম, মাতা-মৃত মোসাঃ মালেকা বেগম, সাং-দেবলগাছি, থানা-পারবর্তীপুর, জেলা-দিনাজপুর, এ/পি সাং-লতিফপুর (সাইফুলের বাড়ীর ভাড়াটিয়া), থানা-কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর, পদবী:- ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য, ৯। মোঃ ইসমাইল হোসেন(২৪), পিতা-শফিকুল ইসলাম, মাতা-রোকসানা বেগম, সাং-সুরাবাড়ি, ৫ নং ওয়ার্ড, পদবী-ছাত্রলীগের সদস্য, ১০। মোঃ সিরাজুল ইসলাম (৪৮), পিতা-মৃতঃ বদির উদ্দিন, মাতা-আয়েশা খাতুন, সাং-পানিশাইল, পশ্চিম,পদবী-২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য, ১১। মোঃ শামসুল আলম(৫৩), পিতা-দুদু মিয়া, মাতা-মৃতঃ জুবেদা বেগম, সাং-মাধবপুর, থানা-কাশিমপুর, পদবী-১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ ব্যাপারে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন উল্লেখিত অভিযানটি রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত ক্রমে পরিচালিত হয়েছে, এবং রাষ্ট্রীয় সিদ্ধান্তের কোনরূপ পরিবর্তন না হলে তা অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com