বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
সাহাব উদ্দীন,বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ বাসায় ভাগনে ও ভাতিজাকে আটকে রেখে এক পোশাক শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনের মধ্যে দুজনকে রবিবার রাতে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
ভুক্তভোগী নারী (৪০) এ ঘটনায় (১০ ফেব্রুয়ারী) সকালে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঘটনাটি ঘটে।
অভিযুক্তরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের শরীফ (২৭), ফয়সাল ও পটুয়াখালীর বাউফল উপজেলার মিজান। এদের মধ্যে শরীফ ও মিজানকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে মামলা সূত্রে জানা গেছে, বিধবা ভুক্তভোগী সিদ্ধিরগঞ্জে ভাড়া বাসায় থাকেন। সঙ্গে ছিলেন তাঁর ভাগনে ও ভাতিজা। অভিযুক্ত শরীফ ওই বাড়ির দেখভালকারী ও মিজান ভাড়াটিয়া।
রবিবার রাতে হঠাৎ ধাক্কা দিয়ে শরীফ দরজা খুলতে বলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে আসামিরা ভেতরে প্রবেশ করেন। পরে ওই নারীকে রান্নাঘরে আটকে ধর্ষণ করেন শরীফ ও ফয়সাল। আর বাসায় থাকা তাঁর ভাগনে ও ভাতিজাকে আটকে রাখেন মিজান। পরে তাঁরা সবাইকে হত্যার হুমকি দিয়ে সরে যান।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ‘ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ এবং দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের কোর্টে প্রেরণ করা হয়েছে। আরেক আসামিকে ধরতে অভিযান চলছে।